For Quick Alerts
For Daily Alerts
নিঃশ্বাসে দুর্গন্ধ, জড়িয়ে ধরতে আপত্তি জানাতেই বন্ধুকে কোপানোর অভিযোগ
নবি আর সোয়েব দু'জনের মধ্যে বন্ধুত্ব বহুদিনের। তারপরেও যে এরকম ঘটতে পারে তা বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি বেঙ্গালুরুর কলাসিপালিয়ামের বাসিন্দাদের। মঙ্গলবার রাতে নবি আর সোয়েবের অনেকদিন পরে দেখা হয়েছিল। বহুদিন বাদে বন্ধুকে দেখে সোয়েবকে জড়িয়ে ধরতে যান নবি।

অভিযোগ তাঁকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেয় সোয়েব। এবং নবির নিঃশ্বাসে বিষ আছে অভিযোগ করতে থাকে। এই নিয়ে দুই বন্ধুর মধ্য বিবাদ চরমে ওঠে। অভিযোগ রাগের বশে নবি ছুরি বের করে সোয়েবের পেটে আঘাত করে।
যন্ত্রণায় ছটফট করতে করতে সোয়েব (২১) ফোন করে তাঁর দাদা শাহিদকে (২৩) ডাকে। কিন্তু শাহিদ ঘটনাস্থলে পৌঁছতেই তাঁকেও ছুরি মেরে সেখান থেকে পালিয়ে যায় নবি। সোয়েব এবং শাহিদ দু'জনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন।
নবিকে গ্রেপ্তার করেছে পুলিস। খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।