For Quick Alerts
For Daily Alerts
লালকেল্লায় বোমাতঙ্ক, উদ্ধার গ্রেনেড,ঘটনাস্থলে এনএসজি
নয়াদিল্লি, ৫ মে: দিল্লির লালকেল্লায়, বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল সংলগ্ন এলাকায়। সকাল সাড়ে আটটা নাগাদ,লালকেল্লায় উদ্ধার হয়েছে এক গ্রেনেড উদ্ধার হয়েছে বলে এনএসজির কাছে খবর যায় । তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়, এনএসজি ও বম্ব ডিসপোজাল ক্সোয়াড।
জানা যায়, লালকেল্লায় একটি কুয়োর মধ্যে থেকে উদ্ধার হয়েছে গ্রেনেডটি। এর আগে, এবছরের ফেব্রুয়ারিতে , ওই কুয়ো থেকে উদ্ধার হয় পরিত্যক্ত বহু অস্ত্র। সেসময় উদ্ধার হয় তাজা বিস্ফোরকও। সেঘটনার পর কুয়োটিকে ভালোভাবে পরিস্কার করা হয়।

এরপর ফের একবার এই অস্ত্র উদ্ধারের ঘটনায়,রীতিমত চাঞ্চল্য় ছড়িয়েছে। সবচেয়ে বড় বিষয় , ক্রমাগত কুয়ো থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধছে কুয়োটিকে ঘিরে।