For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল ঝড়-বৃষ্টির পুর্বাভাস মৌসম ভবনের, পাঁচ জেলাতে জারি Red alert! দুর্যোগ ঠেকাতে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। প্রবল এই বৃষ্টির ফলে ব্যাপক বন্যা দেখা দিতে পারে। আর সেদিকে তাকিয়েই পাঁচ জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট।

  • |
Google Oneindia Bengali News

ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। প্রবল এই বৃষ্টির ফলে ব্যাপক বন্যা দেখা দিতে পারে। আর সেদিকে তাকিয়েই পাঁচ জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট।

শনিবার সকাল থেকেই কেরলের ওই সব জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। তবে সসন্ধ্যার পর থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে মৌসম ভবন। অন্যদিকে সে রাজ্যেরই অন্য সাত জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

এই অ্যালার্ট পাওয়ার পরেই সবপক্ষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। ইতিমধ্যে জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে সে রাজ্যে। পুরো পইস্থিতি সামাল দেওয়ার জন্যে এই বৈঠক ডেকেছেণ কেরলের মুখ্যমন্ত্রী। সমস্ত দফতরের আধিকারিক থেকে সচিবদের থাকতে বলা হয়েছে।

জরুরি বৈঠক ডেকেছেন।

জরুরি বৈঠক ডেকেছেন।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই পুর্বাভাস দেওয়ার পরেই জরুরি বৈঠক ডেকেছেন। শনিবার সন্ধেয় বসতে চলেছে সেই বৈঠক। ইতিমধ্যে পাহাড়ি এলাকায় রাতে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবল জলের স্রোত নেমে আসতে পারে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই অবস্থায় কেউ যাতে পাহাড়ি এলাকাগুলিতে না যায় সেই সংক্রান্ত হাই অ্যালার্ট দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

লাল সতর্কতা জারি

লাল সতর্কতা জারি

কেরলের পাঁচ জেলা পাঠানামথিত্তা, কোট্টায়াম, এরনাকুলম, ইদুক্কি ও ত্রিশূরে প্রবল বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এ ছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুঝা, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড়ে। এই সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে।

ক্ষয়ক্ষতির আশঙ্কা

ক্ষয়ক্ষতির আশঙ্কা

ইতিমধ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি বিভাগের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় পুলিশ[-প্রশাসনকে সতক থাকার কথা বলা হয়েছে। ইতিমধ্যে বিপজয় মোকাবিলা বাহিনীকেও তৈরি রাখা হয়েছে। বৃষ্টিপাত কমলেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার কথা বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৭ অক্টোবর রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু-একটি জায়গায় বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ দু-এক-পশলা বৃষ্টি হতে পারে। একই আবহাওয়া চলতে পারে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ তারিখ পর্যন্ত।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Red Alert issued in 5 Kerala districts for heavy rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X