For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃহত্তর ষড়যন্ত্র? নেতাজির অন্তর্ধান সংক্রান্ত নথি নষ্ট হয়ে গিয়েছে!

  • |
Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ৩১ জুলাই : ফের একবার পাকিয়ে উঠল নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের জট। নেতাজি কীভাবে অন্তর্হিত হয়েছেন সেটা বোধহয় রহস্যই থেকে যাবে। অন্তত এমনটাই মনে হচ্ছে। [বিমান দুর্ঘটনায় নয়, ১৯৮৫ সালে স্বাভাবিক মৃত্যু হয় নেতাজির!]

কারণ দেশের প্রথম মুখ্য তথ্য কমিশনার ওয়াজাহত হাবিবুল্লাহ জানিয়েছেন, সম্ভবত নেতাজির অন্তর্ধান সংক্রান্ত নথিগুলি নষ্ট হয়ে গিয়েছে। হয় তা অযত্নের ফলে নষ্ট হয়ে গিয়েছে, অথবা ইঁদুরে কেটে নষ্ট করে দিয়েছে। [নেতাজি ও পরিবারের উপর গোপন নজরদারি চালানোর ঘটনা সত্য]

বৃহত্তর ষড়যন্ত্র? নেতাজির অন্তর্ধান সংক্রান্ত নথি আর নেই!


এর আগে গত এপ্রিল মাসে খবরে প্রকাশিত হয়েছিল যে, একসময়ে কেন্দ্রের নেহরু সরকার নেতাজির পরিবারের উপরে গোপন নজরদারি চালিয়েছিল। নেতাজির অন্তর্ধান রহস্যকেও উদ্ঘাটিত করতে চায়নি কেন্দ্রের কংগ্রেস সরকার।

আর এদিন হাবিবুল্লাহ সাহেব জানিয়েছেন, কিছুদিন আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মানি সফরে গিয়েছিলেন, সেখানে নেতাজির পরিবারের লোকেরা গিয়ে নথি প্রকাশের আবেদন জানান। তবে তা বের করা সম্ভব হয়নি। কারণ তা নষ্ট হয়ে গিয়েছে। [ব্রিটিশদের সঙ্গে চুক্তি অনুযায়ীই নেতাজির পরিবারের উপর গোপন নজরদারি চলেছিল]

শুধু নেতাজির অন্তর্ধান সংক্রান্ত নথিই নয়, বহু গুরুত্বপূর্ণ নথি কেন্দ্রীয় সরকারের অবহেলায় নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন হাবিবুল্লাহ সাহেব। কেন্দ্রের মুখ্য তথ্য কমিশনার হিসাবে কাজ করায় নেতাজি অন্তর্ধান সংক্রান্ত নথি নিয়ে কাজ করেছেন এই মানুষটি। [নেতাজির পর এবার লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়েও বিতর্ক!]

জানা গিয়েছে, এমন বহু নথি একসময়ে কেন্দ্রের তত্ত্বাবধানে ছিল, যা নেতাজির অন্তর্ধান রহস্যকে সামনে এনে দিতে পারত। তবে শেষপর্যন্ত তা আদৌও কোনওদিন সম্ভব হবে কিনা তা সময়ই বলবে।

English summary
Records of Netaji Subhas Chandra Bose's Death May Not Exist : Former CIC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X