For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেকর্ড পতন টাকার দামে! করোনার জেরে এবার আইসোলেশনে অর্থনীতি?

Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরেই শেয়ার বাজার ক্রমেই পড়ছে। এর জেরে প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। এর প্রভাব পড়ছে ভারতীয় মুদ্রার দামের উপরেও। আর সেই রেশ ধরে আজ রেকর্ড পতন দেখা যায় টাকার দামে। গতকালই ডলারের অনুপাতে টাকার দাম গিয়ে দাঁড়িয়েছিল ৭৪.৫০-এ। সেই অবস্থা থেকে গতকাল দিনের শেষে টাকার দাম সামান্য বাড়লেও আজ বাজারে লেনদেন শুরু হতেই ফের পতন দেখা যায় টাকার দামে।

শেয়ার বাজারের পতনের জেরে পড়ছে টাকার দাম

শেয়ার বাজারের পতনের জেরে পড়ছে টাকার দাম

আজ শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই বড় পতন দেখা যায় সেনসেক্সে। এক ধাক্কায় ৩ হাজারের সামান্য বেশি পয়েন্ট পতন হয় সূচকে। এর জের গিয়ে পড়ে টাকার দামের উপরও। এর জেরে টাকার দাম সামান্য পড়ে গিয়ে ৭৪.৫০৭৫-এ গিয়ে দাঁড়ায়। পড়ে অবশ্য ফের সামান্য উন্নতি দেখা যায় টাকার দামে। ডলারের অনুপাতে টাকার দাম উঠে আসে ৭৪.৪৪৪৫-এ।

আইসোলেশনে চলে যাচ্ছে দেশের অর্থনীতি

আইসোলেশনে চলে যাচ্ছে দেশের অর্থনীতি

বিশেষজ্ঞরা জানাচ্ছে বর্তমানে অর্থনীতির এই অস্থির পরিস্থিতিতে বিশ্ব বাজারে ডলারের চাহিদা বেড়ে গিয়েছে। এর ফলে ডলারের অবস্থা স্থিতিশীল। তবে বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ায় বাকি দেশের মুদ্রাগলির দাম পড়ে যাচ্ছে।এর প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার উপরও। বিশেষজ্ঞদের আশা যে এই পরিস্থিতি থেকে ভারতীয় অর্থনীতিকে তুলে আনতে শীঘ্রই কোনও পদক্ষেপ নেবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তবে এরই মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে করোনার জেরে কী এবার আইসোলেশনে চলে যাচ্ছে অর্থনীতিও!

করোনার জেরে ভরসা হারিয়েছেন বিনিয়োগকারীরা

করোনার জেরে ভরসা হারিয়েছেন বিনিয়োগকারীরা

এদিকে করোনা ভাইরাসের জেরে কোনও ভাবেই ভরসা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। শুক্রবার শেয়ারবাজারে লেনদেন চালু হতেই তাই ফের বড় পতন দেখা যায় সেনসেক্সে। এদিন এই সূচকের পতনের মধ্যেই ৪৫ মিনিট বন্ধ হয়ে যায় প্রথামিক লেনদেন। ৪৫ মিনিট পর ফের লেনদেন চালু হলে ফের সূচক পড়তে শুরু করে। বাজারে লেনদেন চালু হওয়ার এক ঘণ্টা যেতে না যেতেই ৩০৯১ পয়েন্ট পতন হয়ে সেনসেক্সে।

সেনসেক্সের পাশাপাশি নিফটিতেও বড় পতন

সেনসেক্সের পাশাপাশি নিফটিতেও বড় পতন

এদিকে সেনসেক্সের পাশাপাশি এদিন নিফটির পতনও হয় বড় অঙ্কের। শেয়ার বাজারে লেনদেন চালু হতেই ৭৫২.৯ পয়েন্ট পডড়ে যায় নিৎটি। এর জেরে ৯ হাজারেরও নিচে চলে যায় নিফটি। প্রথম ঘণ্টা শেষে নিফটি গিয়ে ঠেকে ৮৮৩০.৯ পয়েন্টে।

English summary
record slump in price of rupee as share indices falls amid coronavirus row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X