For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের ধাক্কায় নতুন বিনিয়োগেও রেকর্ড পারাপতন, সিএমআইই-র রিপোর্টে বাড়ছে আশঙ্কা

লকডাউনের ধাক্কায় নতুন বিনিয়োগেও রেকর্ড পারাপতন, সিএমআইই-র রিপোর্টে বাড়ছে আশঙ্কা

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় রীতিমতো কুপোকাত দেশীয় অর্থনীতি। চলতি বছরে অগাস্ট পর্যন্তই প্রায় ২৪ শতাংশ জিডিপি সংঙ্কোচন দেখা গেছে। এদিকে করোনাকালে ধীরে ধীরে একাধিক শিল্প তালুক স্বাভাবিক হতে শুরু করলেও চাহিদা হ্রাস পাওয়াতে কমেছে উৎপাদনের পরিমাণও। এমতাবস্থায় গোটা দেশেই বিনিয়োগের পরিমাণও কার্যত তলানিতে এসে ঠেকেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

লকডাউনের ধাক্কায় কুপোকাত দেশীয় অর্থনীতি

লকডাউনের ধাক্কায় কুপোকাত দেশীয় অর্থনীতি

যদিও বিনিয়োগ হ্রাসের পিছনে ভারতের দীর্ঘায়্ত লকডাউনকেও কাঠগড়ায় তুলেছেন বিশেষজ্ঞরা। উল্টোদিকে জুনের পর থেকে আনলক পর্বে নতুন বিনিয়োগে খানিকটা বাড়লেও বর্তমানে করোনা প্রকোপ বাড়াতে আবারও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় স্থানীয় ভিত্তিতে লকডাউন শুরু হয়েছে। এছছাড়াও কলকাতা, মুম্বই, দিল্লির মতো বড় শহরগুলিতেও চলছে কড়া করোনা বিধি। যার জেরে মার খাচ্ছে প্রায় সমস্ত ব্যবসা-বাণিজ্যই।

সর্বোচ্চ বিনিয়োগ কোন কোন ক্ষেত্রে ?

সর্বোচ্চ বিনিয়োগ কোন কোন ক্ষেত্রে ?

সেন্টার ফর মনিটারিং ফর ইণ্ডিয়ান ইকোনমি বা সিএমআই-র তথ্য বলছে করোনা লকডাউনের আগে বিগত অর্থ বছরগুলিতে প্রতিত্রৈমাসিকে প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকার নতুন বিনিয়োগের প্রস্তাব আসতো। এক এক সময়ে তা দ্বিগুণও হয়ে যেত বলে জানাচ্ছেন সিএমআই-র বিশেষজ্ঞরা। একইসাথে নতুন বিনিয়োগের সিংহভাগ বিনিয়োগই (৪৪%) আসতো সরকারী সংস্থাগুলির কাছ থেকে। পাশাপাশি বাকি বিনিয়োগ আসতো বেসরকারী ক্ষেত্রগুলি থেকে।

২০০৪ সালের জুনের পর চলতি অর্থবর্ষেই রেকর্ড পারাপতন

২০০৪ সালের জুনের পর চলতি অর্থবর্ষেই রেকর্ড পারাপতন

সিএমআইই-র রিপোর্ট আরও বলছে ২০০৪ সালের জুনের পর থেকে চলতি অর্থবর্ষেই বিনিয়োগে রেকর্ড পরিমাণ পারা পতন লক্ষ্য করা গেছে। এই সময় কেন্দ্র-রাজ্য উভয় স্তরেই ২৫৮০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে বলে জানা যাচ্ছে। যা বিগত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন বলেই জানাচ্ছেন অর্থনীতিবিদেরা। একইসাথে করোনাকালে বিনিয়োগ কমেছে বেসরারীক্ষেত্রেও।

বিনিয়োগের প্রস্তাব কমেছে বেসরকারী ক্ষেত্রেও

বিনিয়োগের প্রস্তাব কমেছে বেসরকারী ক্ষেত্রেও

এই সময়ে বেসরকারীখাতে এখনও পর্যন্ত মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৮০০ কোটি টাকা, যা বিগত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন। একইসাথে সিএমআইই-র বিনিয়োগের সংক্রান্ত তথ্যে বিশ্লেষণে বলা হয়েছে ২০২০-২১ অর্থবর্ষে মোট নতুন বিনিয়োগের প্রস্তাব দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজার কোটিতে। চলতি অর্থবছর শেষে খুব বেশি হলে তা ৫ লক্ষ কোটিতে দাঁড়াবে বলে মত সিএমআই-র। যা ভারতীয় অর্থনীতির জন্। খুবই হতাশাজনক বলে মত অর্থনীতিবিদেদের।

কী কারণে খুন বিজেপি নেতা মণীশ শুক্লা? জট খুলল রহস্যের! সিআইডির জালে দুই কী কারণে খুন বিজেপি নেতা মণীশ শুক্লা? জট খুলল রহস্যের! সিআইডির জালে দুই

English summary
record fall in new investments due to lockdown cmie report raises fears
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X