For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুম্ভ বা নির্বাচন নিয়ে মন্তব্য করব না, ভ্যাকসিন নিয়ে হুমকির মুখে সিরাম প্রধান আদর পুনাওয়ালা

ভ্যাকসিন নিয়ে হুমকির মুখে সিরাম প্রধান আদর পুনাওয়ালা

Google Oneindia Bengali News

বিশ্বের বৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারক সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়াকে রাজনৈতিকবিদ ও প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে হুমকি পেতে হয়েছে। তিনি এরকমটাই অভিযোগ করেছেন লন্ডন নিউজপেপারের এক সাক্ষাতকারে। তাঁর অভিযোগ, তাঁর ফার্ম থেকে দ্রুত ভ্যাকসিন সরবরাহের দাবি করে রাজনৈতিকবিদ ও ক্ষমতাশালী ব্যক্তিরা তাঁকে হুমকি দিয়েছেন। প্রসঙ্গত, অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের উৎপাদন হচ্ছে সিরাম থেকে।

লন্ডনে ইউনিট খোলার ইঙ্গিত

লন্ডনে ইউনিট খোলার ইঙ্গিত

আদর পুনাওয়ালা এই অভিযোগের মধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে নতুন ভ্যাকসিন উৎপাদন ইউনিট তৈরি করা হবে ব্রিটেনে। পুনাওয়ালা নাকি হুমকির মুখে পড়েই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বলেও শোনা যায়। যদিও ব্রিটেনে তাদের টিকা উৎপাদনের সহযোগীদের সঙ্গে বৈঠক করে দ্রুত দেশে ফিরে আসছেন বলে শনিবার তিনি টুইট করেন। টুইটে তিনি জানান, টিকা নিয়ে ব্রিটেনে তাঁদের সহযোগীদের সঙ্গে খুব ভাল বৈঠক হয়েছে। কয়েক দিনের মধ্যেই দেশে ফিরছেন। পুণেতে পূর্ণ শক্তিতে চলছে টিকা উৎপাদনের কাজ। তিনি নিজে দেশে ফিরে গোটা বিষয়টি নিয়ে ফের তত্ত্ববধান করবেন।

 হুমকির মুখে আদর পুনাওয়ালা

হুমকির মুখে আদর পুনাওয়ালা

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে পুনাওয়ালা বলেন, '‌এটা খুব ছোট বিষয়। কারণ মানুষ যে ভাবে প্রত্যাশা করছেন, সেই চাপের কাছে হুমকির মতো বিষয় কিছুই নয়।'‌ তিনি এও জানিয়েছেন যে তিনি ভারতের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তিদের থেকে হুমকি পেয়েছেন, তার মধ্যে মুখ্যন্ত্রী, প্রভাবশালী ব্যক্তি এবং বিভিন্ন কর্পোরেট কর্তারাও রয়েছেন। পুনাওয়ালা বলেন, '‌প্রত্যাশা এবং আগ্রাসনের স্তরটি সত্যই নজিরবিহীন। এটা অপ্রতিরোধ্য। সকলেই মনে করছেন তাঁরা ভ্যাকসিন পাবেন। তাঁরা এটা বুঝতে চাইছেন না কেন তাঁরা অন্যদের চেয়ে আগে ভ্যাকসিন পাবেন।'‌ তিনি এও বলেন, '‌তাঁরা বলেছেন টিকা না দিলে ফল ভালো হবে না। এটা কোনও বাজে ভাষা নয়, এটাই তাঁদের হুমকির স্বর। আমি মেনে না নিলে কী হতে পারে এটা তারই উদাহরণ। আমরা যদি তাঁদের দাবি না মেনে নিই তবে আমাদের কিছু করতে দেওয়া হবে না।'‌

 কুম্ভ বা নির্বাচন নিয়ে মন্তব্য নয়

কুম্ভ বা নির্বাচন নিয়ে মন্তব্য নয়

ভারতের এই পরিস্থিতির জন্য দায়ি কোনটা এ প্রসঙ্গে পুনাওয়ালা বলেন, '‌আমি যদি আপনাদের সঠিক উত্তর দিই তবে আমার মাথা কেটে নেওয়া হবে। তাই আমি নির্বাচন বা কুম্ভ মেলা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না, এটা খুবই সংবেদনশীল। আমার মনে পরিস্থিতি যতই বাজে হোক না কেন ভগবানও এর আসল কারণ প্রকাশ করার সাহস দেখাবেন না।'‌

 লন্ডনে থাকতে চান কিছুদিন

লন্ডনে থাকতে চান কিছুদিন

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আদর এও বলেন, '‌আমি দীর্ঘ সময়ের জন্য থাকতে চলেছি লন্ডনে। কারণ এই পরিস্থিতিতে আমি ফিরতে চাই না। সবকিছু আমার ঘাড়ে চাপানো যায় না। আমি একা এটা করতে পারব না। আমি এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না, যেখানে শুধু নিজের কাজ করছি বলে কোনও এক্স, ওয়াই, জেডের চাহিদা মেটাতে পারছি না এবং এর জেরে কে কী করতে পারে তাও জানা নেই।'‌

 ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা আদরকে

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা আদরকে

উল্লেখ্য, কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ নিয়ে বিভিন্ন সংস্থা আদরকে হুমকি দিচ্ছে, এই খবর প্রকাশ হতেই ওয়াই ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হয় আদর পুনাওয়ালাকে। এই নিরাপত্তা ব্যবস্থায় ১১ জন নিরাপত্তা কর্মীর মধ্যে একজন বা দু'জন কম্যান্ডো, আর বাকি সবাই পুলিশকর্মী। তবে সেই নিরাপত্তা পাওয়া নিশ্চিত হতে পারেননি আদর পুনাওয়ালা।

English summary
Influential people threatening serum chief Adar Poonawala with fast supply of vaccines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X