For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু পুনর্গঠন - কুয়ো সাফাই থেকে কলের মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রিদের ব্যাপক চাহিদা কেরলে

কেরলের পুনর্নির্মাণের জন্য কুয়ো-সাফাইকারী, ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারদের এখন উচ্চ চাহিদা। কিছু চার্চ ও কয়েকটি বেসরকারি সংস্থা কেরলে বিনামূল্যে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে।

  • |
Google Oneindia Bengali News

ধীরে ধীরে বন্যার জল নামছে কেরলে। এবার পুনর্গঠনের পালা। দরকার কুয়ো পরিষ্কার থেকে জলের পাইপ সারাই, ইলেকট্রিকের লাইন সারাইয়ের মতো অসংখ্য কাজ করতে হবে। আর তার জন্য কেরল জুড়ে খোঁজ চলছে এসব কাজ করার মতো দক্ষ ব্যাক্তির। আর তাই কুয়ো সাফাই থেকে কলের মিস্ত্রি, ইলেকট্রিকের মিস্ত্রিদের এখন দারুন চাহিদা।

শুরু পুনর্গঠন - কুয়ো সাফাই থেকে কলের মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রিদের ব্যাপক চাহিদা কেরলে

জায়গায় জায়গায় ছোট বড় - সব ধরণের কুয়ো ভরে গিয়েছে কাদায়। আর সেগুলি সাপাইয়ের দরও পড়ছে অনেক বেশি। ছোট কুয়োয় বিপদ কম, সেগুলি সাফ করতে দর হাঁকা হচ্ছে ২০০০ টাকার মতো। কিন্তু বড় কুয়ো, যেগুলি সাফাইতে ঝুঁকি বেশি সেগুলির পিছনে খরচ পড়ছে প্রায় ১৫০০০ টাকা করে।

তবে এখনই কয়োগুলো সাফ না করে সাফাইকর্মীরা পরামর্শ দিচ্ছেন আগামী গ্রীষ্মের জন্য অপেক্ষা করার। কারণ এখন ভিজে মাটিতে ধস নেমে বড় বিপদ ঘটতে পারে। গ্রীষ্মে সেই ভয় থাকবে না। কুনামথাইয়ের এক সাফাইকর্মী পিকে কুত্তন জানাচ্ছেন তাঁর কাছে কুয়ো সাফাই করার জন্য ফোন এসেই চলেছে। অনেক কুয়োর জলেই বন্যায় নিহত প্রাণীর দেহ ভাসতে দেখা যাচ্ছে। কুত্তন এখনকার মতো সেইসব দেহ সরিয়ে ক্লোরিন ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট-এর মতো রাসায়নিক ছড়িয়ে চলে আসছেন। বাসিন্দাদের শত অনুরোধেও এখনই কুয়ো সাফ করতে তাঁরা রাজি নন।

কুত্তনের মতোই এই বাজারে চাহিদা বেড়েছে সানোজ জোসেফেরও। উদয়মপেরুররের এই বাসিন্দা ইলেক্ট্রিকের মিস্ত্রি। তিনি জানিয়েছেন, বন্যার জলে ওয়্যারিং-এর কোও ক্ষতি না হলেও মেইন সুইট বোর্ড যদি জলে নিমজ্জিত হয়ে থাকে, সেক্ষেত্রে সেগুলি পাল্টানো ছাড়া উপায় নেই।

জোসেফ জানিয়েছেন, কমদামী জিনিস ব্যবহার করে খরচ কমানো যায়। কিন্তু যদি ব্য়ান্ডেড জিনিস ব্যবহার করতে চান সেক্ষেত্রে ৩ বেডরুমের বাড়িগুলিতে ইলেকট্রিকের কাজ সারতে প্রায় ২০ হাজার টাকা করে পড়বে।

এই ভয়াবহ বিপর্যয়ের পর মানুষের হাতে অর্থেরও অভাব রয়েছে। তাই এই কাজগুলি বিনামূল্যে করা যায় না? কুত্তন, জোসেফরা জানাচ্ছেন বন্যায় ক্ষতি হয়েছে তাঁদেরও, তাছাড়া এটা তাদের পেশা, রুটি-রুজির বিষয়। তাই বিনামূল্যে কাজ করাটা তাদের পক্ষে সম্ভব নয়।

তাঁরা না পারলেও কেরলের বন্যা দুর্গত মানুষদের বিনামূল্যে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছে কালাডির বেথেল সুলোকো চার্চ। বন্য়াদুর্গত বাড়িগুলি সাফাইয়ের জন্য তারা একটি স্বেচ্ছাসেবী কমিটি গঠন করেছে। তারা ইতিমধ্যেই সাফাইয়ের ষন্ত্রপাতি সরঞ্জাম কিনেছে। বিনামূল্যেই তারা পরিষেবা দেবে।

[আরও পড়ুন: 'বিপাকে' বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়! গ্রেফতারি পরোয়ানা জারি][আরও পড়ুন: 'বিপাকে' বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়! গ্রেফতারি পরোয়ানা জারি]

কেরলে কলের মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, রাজমিস্ত্রি, টিভি-ফ্রিজ সারাইয়ের মিস্ত্রি ইত্যাদি পরিষেবা দিয়ে থাকে ফিক্সঅল নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম। তারা জানিয়েছে বন্যার কারণে এখন তাদের হাতে পরিষেবা দেওয়ার মতো লোকের কিছুটা হলেও অভাব রয়েছে। তবে খুব শীঘ্রই তারা কাজ শুরু করে দেবে।

[আরও পড়ুন: কেরলের ত্রাণ তহবিলে দান ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর - গুজব না সত্যি][আরও পড়ুন: কেরলের ত্রাণ তহবিলে দান ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর - গুজব না সত্যি]

কেরলবাসীকে বিনামূল্যে পুনর্গঠনের পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছে কুইককেরল নামে আরেকটি অনলাইন প্ল্যাটফর্ম। বিনামূল্যে পরিষেবা দিতে আগ্রহীদের আহ্বান করে তারা একটি বিজ্ঞাপন দিয়েছিল। তাতে দারুন সাড়া মিলেছে হলে জানিয়েছে সংস্থাটি।

[আরও পড়ুন:'হিন্দু ছাড়া সব ধর্মের মানুষই ভারতে উদ্বাস্তু', নাগরিকত্ব বিল নিয়ে বিতর্ক উসকে জবাব রূপার][আরও পড়ুন:'হিন্দু ছাড়া সব ধর্মের মানুষই ভারতে উদ্বাস্তু', নাগরিকত্ব বিল নিয়ে বিতর্ক উসকে জবাব রূপার]

English summary
Well-cleaners, electricians and plumbers are in high demand for the rebuilding of Kerala. Some churches and some non-government organizations are trying to offer free services.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X