For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় বায়ুসেনার কাছে ফের পর্যুদস্ত পাকিস্তান, নিখোঁজ পাইলটের চলছে খোঁজ

পাকিস্তান যে দাবিগুলি করেছে তা নিয়ে সাংবাদিক সম্মেলন করল ভারত সরকার।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান যে দাবিগুলি করেছে তা নিয়ে সাংবাদিক সম্মেলন করল ভারত সরকার। ভারতীয় বায়ুসেনার এক অফিসার নিখোঁজ রয়েছেন। কাশ্মীর সীমান্তে ভেঙে পড়েছে একটি ভারতীয় বিমানও। তবে পাকিস্তান যে দাবি করেছে ভারতীয় বায়ুসেনা অফিসার তাঁদের হেফাজতে রয়েছে তা এখনই যাচাই না করে মানতে রাজি নয় ভারত। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সরকারের এই অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন।

বায়ুসেনা পাইলট নিখোঁজ মানলেও তিনি পাকিস্তানে বন্দি তা এখনই মানছে না ভারত

সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানে বসে জইশ ই মহম্মদ জঙ্গিরা ফের আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে। এই সুনির্দিষ্ট তথ্য হাতে আসার পরই ভারত জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে।

তবে সেই হামলার পর থেকেই পাকিস্তান ভারতের সেনার ওপরে পাল্টা হামলা শুরু করেছে। এদিন পাকিস্তান ভারতীয় সীমান্তে ঢুকে হামলা করার চেষ্টা করলে ভারত তার সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে।

তবে এদিন সকালে ভারতের একটি মিগ ২১ বিমান নিখোঁজ হয়েছে। তবে পাকিস্তান যে দাবি করেছে যে পাইলট তাদের কব্জায় রয়েছে তা এখনও যাচাই করে দেখা বাকী। তবে তিনি নিখোঁজ তা মেনে নিয়েছে ভারত সরকার। এর বেশি এখনই কিছু বলতে চাইছে না কেন্দ্র।

[আরও পড়ুন:'আমেরিকা লাদেনকে মারতে পারলে ভারতও ভিতরে ঢুকে মারতে পারে', বলছেন জেটলি ][আরও পড়ুন:'আমেরিকা লাদেনকে মারতে পারলে ভারতও ভিতরে ঢুকে মারতে পারে', বলছেন জেটলি ]

English summary
Rebuffed Pakistani air aggression but lost MiG, 1 pilot, says India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X