For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপ এখন 'খাস আদমি পার্টি' উষ্মা ঝেড়ে টুইটারেই পদত্যাগ অলকার

বেশ কয়েকমাসের তিক্ততার পর অবশেষে পাকাপাকিভাবে আম আদমি পার্টি ছেড়ে দিলেন দিল্লির বিধায়ক অলকা লাম্বা।

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েকমাসের তিক্ততার পর অবশেষে পাকাপাকিভাবে আম আদমি পার্টি ছেড়ে দিলেন দিল্লির বিধায়ক অলকা লাম্বা। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তিনি টুইটারে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আপ এখন খাস আদমি পার্টি উষ্মা ঝেড়ে টুইটারেই পদত্যাগ অলকার

সেখানে অলকা লিখেছেন, আপনার দল এখন আম আদমি পার্টি থেকে খাস আদমি পার্টি হয়ে গিয়েছে। ফলে এখন সময় এসেছে দল থেকে বিদায় নেওয়ার।

এই সপ্তাহেই অলকা লাম্বা আপ ছাড়ার আগেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই জল্পনা জোরদার হয় যে তিনি এবার আপ দল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে চলেছেন। এবং সেই জল্পনা সত্যি করেই এদিন আমআদমি পার্টি ছেড়ে দিলেন অলকা। তবে তিনি কংগ্রেসে এখনও যোগ দেননি। এর আগে তিনি জানিয়েছিলেন, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

 [আরও পড়ুন:জঙ্গি দমনে UAPA আইন নিয়ে মোদী সরকারকে নোটিস শীর্ষ আদালতের] [আরও পড়ুন:জঙ্গি দমনে UAPA আইন নিয়ে মোদী সরকারকে নোটিস শীর্ষ আদালতের]

[আরও পড়ুন:বিধানসভায় প্রায় হাতাহাতি কংগ্রেস-তৃণমূলের, ওয়েলে নেমে পরিস্থিতি সামাল দিলেন মুখ্যমন্ত্রী][আরও পড়ুন:বিধানসভায় প্রায় হাতাহাতি কংগ্রেস-তৃণমূলের, ওয়েলে নেমে পরিস্থিতি সামাল দিলেন মুখ্যমন্ত্রী]

English summary
Rebel AAP MLA Alka Lamba quits party, what she says on twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X