For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিডের দাপট ভারতে ফের বেড়ে যাওয়ার 'কারণ' জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

কোভিডের দাপট ভারতে ফের বেড়ে যাওয়ার 'কারণ' জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

ফের একবার দানবীয় গ্রাস নিয়ে ভারতে উদ্বেগের কারণ হয়ে উঠছে করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা করোনার জেরে এদিন ১.১৫ লাখে পৌঁছেছে। এমন এক পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন এভাবে ভারতে করোনা বেড়ে যাওয়ার নেপথ্যের বড় কারণটি।

ভোটমুখী দেশ , বাড়ছে করোনা

ভোটমুখী দেশ , বাড়ছে করোনা

৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে চড়ছে ভোট পারদ। গত ২ মাস ধরে এই রাজ্যগুলিতে দাপটে চলেছে ভোট প্রচার। বহু ক্ষেত্রেই প্রার্থী থেকে সমর্থকদের মুখে মাস্ক দেখা যায়নি। প্রশ্ন উঠেছে হাত স্যানিটাইজ সহ বিভিন্ন কোভিড বিধি পালন নিয়ে। এদিকে, করোনাকালে জমায়েত যেমন ভোট বাজারে বড় ফ্যাক্টর তেমনই , জমায়েতে করোনা বিধি পালন হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে বহুজনের।

স্বাস্থ্যমন্ত্রী জানালেন কারণ

স্বাস্থ্যমন্ত্রী জানালেন কারণ

এদিকে, ভারতে করোনার বাড়বাড়ন্তের দিকে নজর দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, সরকার বা প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হলেও, সাধারণ মানুষের মধ্যে কোভিড বিধি পালনে অসচতেনতা দেখা গিয়েছে। আর তা থেকেই এভাবে ভারতে ছড়িয়েছে কোভিড।

বিয়ে বাড়ি থেকে কৃষক আন্দোলন বড় ফ্যাক্টর!

বিয়ে বাড়ি থেকে কৃষক আন্দোলন বড় ফ্যাক্টর!

হর্ষ বর্ধন জানিয়েছেন, বিয়েবাড়ি, স্থানীয় নির্বাচন এভাবে করোনা বৃদ্ধির নেপথ্যে বড় কারণ। প্রসঙ্গত দেখা গিয়েছে, গোটা শীতকাল জুড়ে একের পর এক বিয়ে বাড়িতে বহু মানুষই মাস্ক ছাড়া ঘুরেছেন। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দাবি স্থানীয় নির্বাচনও এই কোভিড বৃদ্ধির নেপথ্য নায়ক। এছাড়াও যেভাবে দিল্লির সীমান্তে কৃষক আন্দোলনকে ঘিরে জমায়েত দেখা গিয়েছে, তা করোনার বাড়বাড়ন্তকে উস্কানি দিয়েছে।

ফেব্রুয়ারির অসাবধনতাই দায়ী!

ফেব্রুয়ারির অসাবধনতাই দায়ী!

মার্চ মাস থেকে করোনার দাপট ভারতের বুকে দেখা গেলেও, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের মতো রাজ্যে ফেব্রুয়ারি থেকেই পজিটিভিটি রেট বাড়ছিল। বেশিরভাগ ক্ষেত্রে তা ১৫ থেকে ৪৪ বছরের মানুষদের মধ্যে দেখা গিয়েছে। সেই সময় থেকে অসাবধনতার ফল মার্চ ও এপ্রিল পাচ্ছে । প্রসঙ্গত, দেশের ১১ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে করোনার সবচেয়ে বেশি দাপট দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও টেস্টের পরিমাণ বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

করোনা ভয় পিছনে ফেলে টিকাকরণে গতি বাড়াচ্ছে ভারত, ভাঙল আমেরিকার রেকর্ডও করোনা ভয় পিছনে ফেলে টিকাকরণে গতি বাড়াচ্ছে ভারত, ভাঙল আমেরিকার রেকর্ডও

English summary
Reasons behind Covid 19 spike in India, know what Health Minister Harshavardhan says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X