For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুরাতে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর স্ট্যাচু! নরেন্দ্র মোদীর সোনার মূর্তি তৈরির পিছনে কী কারণ

গুজরাতের সুরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সোনার স্ট্যাচু তৈরি করেছেন এক স্বর্ণ ব্যবসায়ী। কেন নির্দিষ্ট ওজনের স্ট্যাচুটি তিনি তৈরি করেছেন, তাও জানিয়েছেন ওই ব্যক্তি।

  • |
Google Oneindia Bengali News

সুরাতের এক গয়না তৈরির সংস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সোনার মূর্তি তৈরি করেছেন। মূর্তির ওজন প্রায় ১৫৬ গ্রাম। ১৮ ক্যারেট সোনা দিয়ে এই মূর্তি তৈরি করা হয়েছে।

গয়না প্রস্তুতকারী সংস্থা রাধিকা চেনের মালিক বসন্ত বোহরা এই মূর্তিটি তৈরি করেছেন।

তৈরিতে ৩ মাস সময়

বসন্ত বোহরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত ডিসেম্বরে গুজরাতের বিধানসভা নির্বাচনে ১৮২ টি আসনের মধ্যে ১৫৬ টি আসনে জয় পায় বিজেপি। সেই কারণেই মূর্তির ওজন ১৫৬ গ্রাম করা হয়েছে। এই মূর্তি এখন অনেকের কাছেই আলোচনার বিষয় বস্তু হয়ে উঠেছে। অনেকেই এই মূর্তি কিনতে চাইছেন বলে জানিয়েছেন তিনি। তবে তাঁর সংস্থা এটি বিক্রির ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এই মূর্তিটি তৈরি করতে ২০ জন কারিগর প্রায় ৩ মাস সময় নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদীর ভক্ত

নরেন্দ্র মোদীর ভক্ত

বসন্ত বোহরা কংগ্রেস শাসিত রাজস্থানের বাসিন্দা। গত ২০ বছরের বেশি সময় ধরে তিনি সুরাতের বাসিন্দা। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত বলে দাবি করেছেন। বলেছেন, তাঁকে কিছু উৎসর্গ করতে চেয়েছিলেন।

বিক্রি করবেন না

তিনি জানিয়েছেন এর কোনও দাম নির্ধারণ করা হয়নি। কেননা তিনি এটাকে বিক্রি করবেন না। মূর্তিটি তৈরি করতে ১১ লক্ষ টাকার সোনা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মূর্তিটি ইতিমধ্যে মুম্বইয়ের গোল্ড এগজিবিশনে হাজির করানো হয়েছিল।

আগেও স্ট্যাচু তৈরি করেছিলেন বোহরা

আগেও স্ট্যাচু তৈরি করেছিলেন বোহরা

প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে বসন্ত বোহরা আগেও স্ট্যাচু তৈরি করেছিলেন। সেই স্ট্যাচুটি ছিল স্ট্যাচু অফ ইউনিটির। যদিও পরে তিনি তা বিক্রি করেছিলেন। তিনি জানিয়েছেন মূর্তিটি ডিসেম্বরের আগেই তৈরি হয়ে গিয়েছিল। তবে তার ওজন ছিল ১৫৬ গ্রামের কিছু বেশি। বিজেপির ১৫৬ আসন জয়ের পরে ওই মূর্তির ওজন কিছুটা কমিয়ে দেন কারিগররা।

মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলই টাকার দাবি করেন! গ্রেফতারের পরে 'ষড়যন্ত্রকারী' হিসেবে আরও নাম কুন্তল ঘোষেরমানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলই টাকার দাবি করেন! গ্রেফতারের পরে 'ষড়যন্ত্রকারী' হিসেবে আরও নাম কুন্তল ঘোষের

English summary
Reason behind making Gold statue of the PM Narendra Modi has been made in Surat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X