For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিনন্দনকে হস্তান্তরে দেরি! কারণ এল প্রকাশ্যে

কেন বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমানকে হস্তান্তরে দেরি হল, তার কারণ এল প্রকাশ্যে। জানা গিয়েছে, পাকিস্তান অভিনন্দনকে নিয়ে ভিডিওতৈরি করছিল। ভিডিও তৈরির জন্যই হস্তান্তরে দেরি বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেন বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমানকে হস্তান্তরে দেরি হল, তার কারণ এল প্রকাশ্যে। জানা গিয়েছে, পাকিস্তান অভিনন্দনকে নিয়ে ভিডিও তৈরি করছিল। ভিডিও তৈরির জন্যই হস্তান্তরে দেরি বলে জানা গিয়েছে।

অভিনন্দনকে হস্তান্তরে দেরি! কারণ এল প্রকাশ্যে

প্রথমের দিকে জানা গিয়েছিল শুক্রবার দুপুরে অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে হস্তান্তর করা হবে। কিন্তু তা বিকেল গড়িয়ে হয়ে যায় সন্ধে। প্রায় ঘন্টা তিনেক দেরি হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, ভিডিও-তে রয়েছে ৪০ টি কাট।

বিভিন্ন মহলে বারবার প্রশ্ন উঠছিল কেন অভিনন্দনকে হস্তান্তরে দেরি হল। পরে সূত্র মারফত জানা যায় পাকিস্তান অভিনন্দনকে নিয়ে ভিডিও তৈরি করছিল। সেই জন্যই হস্তান্তরে দেরি হয়ে যায়।

এদিন ভারতের বীর সেনা অভিনন্দন বর্তমান ঘরে ফেরার পর টুইট বার্তায় স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্বাগত জানিয়ে মোদী লেখেন- 'ওয়েলকাম হোম উইং কম্যান্ডার। তোমার বীরত্ব ও সাহস গোটা দেশকে গর্বিত করেছে। ১৩০ কোটির গর্ব ভারতীয় সেনা। বন্দেমাতরম।'

English summary
Reason behind 3 hour late to reach to India of Abhinandan Varthaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X