For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সফল কমেডিয়ান থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, কে এই আপ নেতা ভগবন্ত মান?

সফল কমেডিয়ান থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, কে এই আপ নেতা ভগবন্ত মান?

Google Oneindia Bengali News

বুথ ফেরত সমীক্ষায় আগেই উঠে এসেছিল এই ফলাফল আর বৃহস্পতিবার তার বাস্তব রূপ দেখা গেল। দিল্লির পর পাঞ্জাবের বুকে ইতিহাস গড়ল আম আদমি পার্টি। চরণজিৎ সিং চান্নির মুখ্যমন্ত্রীর আসনে এবার রাজ করবেন আপের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।

বৃহস্পতিবার সকাল থেকেই ভগবন্ত মানের বাসভবনে উৎসবের মেজাজ। পাঞ্জাবে যতই আপের জয়ের খবর এসেছে ততই উৎসবের মেজাজ তুঙ্গে চড়েছে। দিল্লির ট্রেন্ড বজায় রেখে পাজ্ঞাব দখলেও সফল হলেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পাঞ্জাব শাসনে এবার ভগবন্ত মান। কংগ্রেসের চরণজিৎ সিং চান্নিকে হারিয়ে শেষ হাসি হাসলেন একদা কমেডিয়ান ভগবন্ত মান। পাঞ্জাবের মসনদে বসার আগে আসুন জেনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের প্রকৃত পরিচয়।


জনপ্রিয় কমেডিয়ান ভগবন্ত সিং মান

জনপ্রিয় কমেডিয়ান ভগবন্ত সিং মান

১৯৭৩ সালে ১৭ অক্টোবর পাঞ্জাবে জন্মগ্রহন করেন ভগবন্ত মান। প্রথম থেকেই রাজনীতিতে আসার ইচ্ছা তাঁর কোনওদিনই ছিল না। বরং তিনি কমেডি করতেই বেশি ভালোবাসতেন। রাজনীতিতে আসার অনেক আগে থেকেই ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন এই সর্দারজি। অতি অল্প বয়স থেকেই মানুষকে হাসানো তাঁর পেশা। ইউটিউব বা ফেসবুকের ব্লগারদের ভিড় তখনও হয়নি, কিন্তু পাঞ্জাব সহ গোটা দেশেই কিন্তু স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে জনপ্রিয়তা পান এই ভগবন্ত মান। তাঁর কমেডির অন্যতম বিষয় ছিল রাজনীতি। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে মজার কথা বলতেন তিনি। আজও পাঞ্জাবের বহু মানুষের মুখে হাসি ফোটে তাঁর নাম শুনলেই। ভগবন্ত টেলিভিশনের এক রিয়্যালিটি কমেডি শোতেও অংশ নিয়েছিলেন।

 ভগবন্ত সিং মানের রাজনৈতিক কেরিয়ার

ভগবন্ত সিং মানের রাজনৈতিক কেরিয়ার

রাজনৈতিক কমেডি করতেই করতেই মনে হয় ভগবন্ত রাজনীতিতে যোগ দিয়ে ফেলেন। ২০১১ সালে তিনি পিপলস পার্টি অফ পাঞ্জাবে যোগ দিয়েছিলেন। যোগ দেওয়ার পর বিধানসভা নির্বাচনে হেরে যান তিনি। এরপর এরপর আম আদমি পার্টি যখন পাঞ্জাবের রাজনীতিতে প্রবেশ করতে শুরু করে, তখন কেজরিওয়ালের হাত ধরেন ভগবন্ত। ২০১৪ লোকসভা নির্বাচনে পঞ্জাবের সাংরুর লোকসভা কেন্দ্র থেকে তাঁকে টিকিট দেয় আম আদমি পার্টি। কংগ্রেস ও অকালি দলের মতো প্রতিপক্ষ থাকা সত্ত্বেও ২ লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৯-এ ওই একই কেন্দ্র থেকে আপের টিকিটের জয়ী হন ভগবন্ত। তাই রাজনৈতিক মহলে আগে থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, আপ ক্ষমতায় এলে খুব স্বাভাবিকভাবেই ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রীর জায়গা দেওয়া হবে।

 একাধিক বিতর্কে জড়িয়ে ভগবন্ত মান

একাধিক বিতর্কে জড়িয়ে ভগবন্ত মান

ভগবন্ত মানের রাজনৈতিক কেরিয়ার দীর্ঘ সময়ের। তবে এই সময়ে তিনি একাধিকবার বহু বিতর্কে জড়িয়ে পড়েছেন। তাঁর বিরুদ্ধে সংসদে মদ্যপ অবস্থায় যাওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ড্যামেজ কন্ট্রোল করতে হয়েছিল তাঁকে। নিজের মাকে পাশে দাঁড় করিয়ে তিনি বলেছিলেন তাঁর স্বভাবের জন্য দলকে যাতে অস্বস্তিতে পড়তে না হয়, সেই কারণে মদ খাওয়ায় সম্পূর্ণ ছেড়ে দিচ্ছেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জনসভায় দাঁড়িয়ে তিনি স্বীকার করেছিলেন মাঝে মধ্যে মদ খাওয়ার অভ্যাস ছিল তাঁর। শুধু তাই নয়, সংসদে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম করেছিলেন ভগবন্ত মান। ২০১৬ সালে ঘটা সেই ঘটনার জেরে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে সংসদের নিরাপত্তা ক্ষুণ্ণ করার।

 আপের মুখরক্ষা করেছেন ভগবন্ত সিং মান

আপের মুখরক্ষা করেছেন ভগবন্ত সিং মান

এতকিছুর পরও আম আদমি পার্টি পাঞ্জাবের জন্য ভরসা রাখতে পেরেছেন ভগবন্ত মানের ওপর। আর তাই আপ সুপ্রিমো বিধানসভা নির্বাচনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বেছে নিয়েছিলেন ভগবন্ত মানকে। ভগবন্ত আপের সেই ভরসার মর্যাদা রেখেছে। বৃহস্পতিবার গণনার শুরু থেকেই এগিয়েছিলেন ভগবন্ত। সাত রাউন্ডের গণনার শেষে ভগবন্ত এগিয়ে রয়েছেন ৪৩,৮৯৮ ভোটে। পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির মেয়াদ এত কমদিনের হবে তা অনেকেই যেমন ভাবতে পারেননি তেমনি পাঞ্জাব ভূমিতে আপ নিজের ছাপ যে রাখবে তা অনেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল।

পাঞ্জাব হাতছাড়া, চার রাজ্যে বইছে গেরুয়া ঝড়, দমতে রাজি নন রাহুল, বললেন 'ভীত নই'পাঞ্জাব হাতছাড়া, চার রাজ্যে বইছে গেরুয়া ঝড়, দমতে রাজি নন রাহুল, বললেন 'ভীত নই'

English summary
Real identity of AAP Leader Bhagwant Mann, who will be the Punjab Chief Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X