For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা কেলেঙ্কারিতে সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত : মনমোহন সিং

Google Oneindia Bengali News

কয়লা কেলেঙ্কারিতে সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত, জানালেন মনমোহন সিং
বেঙ্গালুরু, ২৫ অক্টোবর : কয়লা কেলেঙ্কারির তদন্তে সিবিআই-এর মুখোমুখি হতেও প্রস্তুত প্রধানমন্ত্রী। বিরোধীদের প্রশ্নের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন তাঁর সাফ কথা, ''সিবিআই চাইলে জিজ্ঞাসাবাদ করুক। আমি আইনের ঊর্ধ্বে নই। লুকোনেরও কিছু নেই আমার। তাই সিবিআই-এর মুখোমুখি হতে আমি প্রস্তুত।''

কয়লা কেলেঙ্কারিতে কংগ্রেসকে অস্বস্তিতে ফলতে বারবার প্রধানমন্ত্রীকে 'টার্গেট' করতে চাইছে বিজেপি। বিজেপির অভিযোগ ছিল, ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে ছিল কয়লা মন্ত্রক। সেক্ষেত্রে কয়লার ব্লক বন্টনে স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগে প্রধানমন্ত্রীকে জেরা করা হবে না কেন? কয়লা কেলেঙ্কারি থেকে প্রধানমন্ত্রীকে আড়াল করা হচ্ছে বলেও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল। মেয়াদের শেষ বিদেশ সফর থেকে ফেরার পথে বিশেষ বিমানে বিজেপির সেই রাজনৈতিক আক্রমণেরই কড়া জবাব দিলেন মনমোহন।

কয়লা কেলেঙ্কারিকে হাতিয়ার করে নির্বাচনের আগে মাঠে নামার যে কুটনীতি বিরোধীরা নিয়েছে তাতে আদতে কোনও লাভ হবে না বলেও হাভে ভাবে বুঝিয়ে দিয়েছেন বর্ষীয়াণ এই নেতা। কয়লা কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রী আদতে নরম সুরের হলেও এবারে তাঁর এই আগ্রাসী মেজাজ কংগ্রেসের আসন্ন লোকসভা নির্বাচনের সামগ্রিক রণকৌশলেরই অঙ্গ বলে মনে করছেন অনেকে। প্রয়োজনে সিবিআই-এর মুখোমুখি হতে পারি এই মন্তব্য করে প্রধানমন্ত্রী বিরোধীদের আক্রমণের ধারকে অনেকটাই ভোঁতা করে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছে, কয়লা কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতেরর কাছে নথি চেয়েছে সিবিআই। সিবিআই-এর হাত যে খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর দিকেও পৌছতে পারে তা আঁচ করতে পেরেই তড়িঘড়ি এই মন্তব্য করেছেন মনমোহন। আক্রমণই যে প্রতিরক্ষার সবচেয়ে বড় অস্ত্র তা বুঝতে পেরেই বিরোধীদের পাল্টা জবাব দিতে শুরু করেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের ফলে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সুর চড়া করতে সুবিধা হবে বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

English summary
Ready to face cbi in coal scam probe: Manmohan Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X