For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সঙ্গে পাসোয়ানের এলজেপির জোট?

Google Oneindia Bengali News

বিজেপির সঙ্গে পাসোয়ানের এলজেপির জোট?
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : আসন্ন লোকসভা ভোটের আগেই জোট বদলের হিরিক। সূত্রের খবর অনুযায়ী বিহারে কংগ্রেসের সম্ভাব্য জোটদল লোকজনশক্তি পার্টির (এলজেপি)সুপ্রিমো রামবিলাস পাসোয়ান বিজেপির সঙ্গে নয়া জোটে যেতে চলেছেন।

এবিষয়ে মুখ খুলতে চাননি পাসয়ান। তাঁর ছেলেও এবিষয়ে আপাতত কুলুপ এঁটেছেন। যদিও দলের শীর্য নেতা সুরজ ভান জানিয়েছেন, বিজেপির সঙ্গে এলজেপির জোট পাকা হয়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। খুব শীঘ্রই এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

গতমাসেই এলজেপি প্রধান রামবিলাস পাসোয়ান জানিয়েছিলেন, লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির সঙ্গে কংগ্রেসের হাত ধরেই লোকসভা ভোটের ময়দানে নামবে তাঁর দল।

সূত্রের খবর অনুযায়ী, ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে বেরিয়ে গিয়েছিল পাসোয়ানের দল। কিন্তু কেন আবার সেই বিজেপির সঙ্গেই জোটে যেতে চাইছেন এলজেপি সুপ্রিমো? আসলে বিহারের ৪০ মধ্যে ১০টি আসন নিজেদের হাতে রাখতে চাইছিলেন রামবিলাস পাসোয়ান। কিন্তু, কংগ্রেস আর আরজিডি তাতে রাজি নয়। তাতেই সম্ভবত চটে গিয়ে শিবির বদলের ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন রামবিলাস পাসোয়ান।

English summary
Ready for alliance with BJP, says leader from Ram Vilas Paswan's LJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X