For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের অনাস্থা ভাষণ, ঐতিহাসিক নাকি নাটক - কী বলছে রাজনৈতিক মহল

রাহুল গান্ধীর অনাস্থা প্রস্তাবের ভাষণ নিয়ে বিজেপি ও কংগ্রেসের নেতাদের প্রতিক্রিয়া।

Google Oneindia Bengali News

রাজনৈতিক নাটক, নাকি ঐতিহাসিক বক্তৃতা? অনাস্থা প্রস্তাবের আলোচনায় রাহুল গান্ধীর বক্তৃতা নিয়ে সাড়া পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আর তাঁর বক্তৃতার শেষে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করা বা তারও পরে আসনে ফিরে এসে তাঁর চোখ টেপা, এনিয়ে আলোচনা তো রাজনৈতিক মহলের গন্ডিও ছাড়িয়ে গিয়েছে।

বক্তৃতার শুরু থেকেই প্রায় প্রত্যেক বক্তব্যেই চার-ছয় মারার মেজাজে ছিলেন রাহুল। একের পর এক অভিযোগ আনেন বিজেপি সরকারের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি মিথ্যেবাদী বলে আক্রমণও করেন। তবে ঐতিহাসিকই মনে হোক আর নাটকই মনে হোক, যাবতীয় আলো কিন্তু টেনে নিয়েছে কংগ্রেস সভাপতির বক্তৃতাই।

আজ কী টেনে এসেছেন

সংসদেই কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরাত কৌর বাদল বলেন এটা মুন্নাভাইয়ের মতো ঝাপ্পি দেওয়ার জায়গা নয়। পরে তিনি দাবি করেন সংসদেই রাহুল গান্ধীকে জিজ্ঞেস করেছেন, 'আজ কী টেনে এসেছিলেন?' তাঁর অভিযোগ রাহুল নাকি আগে পাঞ্জাবীদের 'নাশেড়িস' বলেছিলেন।

উনি বলিউডে আসছেন না কেন

বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কীরণ খেরের বক্তব্য রাহুল সংসদে পুরোটাই নাটক করেছেন। প্রমাণ ছাড়া বিজেপি-র মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করছেন, রাহুলের পরের পদক্ষেপ বলিউডে যাওয়াই হওয়া উচিত বলে জানান কীরণ খের।

বয়স বেড়েছে বড় হননি

সংসদ বিষযক মন্ত্রী অনন্ত কুমার বলেন, রাহুলের আচার আচরণ শিশুসুলভ। বলেন, রাহুলের বয়সই বেড়েছে, কিন্তু তিনি বড় হননি। কংগ্রেস সভাপতির কাছে এত ভুল তথ্য থাকে, এবং তিনি এত শিশুসুলভ, এটা দুর্ভাগ্যের।

ড্রামা করছেন

ড্রামা করছেন

বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও মনে করেন রাহুল সংসদে বক্তৃতার নামে ড্রামা করেছেন। প্রধানমন্ত্রীর পদমর্যাদার একজনকে সংসদ ভবনে ওভাবে আলিঙ্গন করা যায় না তা রাহুলের মতো সিনিয়র নেতার জানা উচিত বলে জানান তিনি।

ডেকোরাম ভেঙেছেন

ডেকোরাম ভেঙেছেন

রাহুল প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার সময় লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে হাসতে দেখা গিয়েছিল। কিন্তু পরে তিনি জানান, লোকসভায় প্রধানমন্ত্রীকে এভাবে আলিঙ্গন করা যায় না। হাউসে থাকাকালীন প্রধানমন্ত্রীর পরিচয় শুধুই প্রধানমন্ত্রী। তিনি নরেন্দ্র মোদী নন। রাহুল ডেকোরাম ভেঙেছেন।

চিপকো আন্দোলন

স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বলেন, রাহুল সংসদে চিপকো আন্দোলন শুরু করেছেন।

মিথ্যাচার করেছেন

মিথ্যাচার করেছেন

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রাহুল গান্ধী মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেন। তাঁরা বারবার চাওয়ার পরও অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি।

ভরপুর বিনোদন

বিজেপি দলের টুইটার অ্যাকাউন্টে রাহুলের বলা একটি ভুল হিন্দি বাক্য নিয়ে কটাক্ষ করা হয়। বলা হয় বিনোদন উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

টি টুয়েন্টি খেলেছেন রাহুল

টি টুয়েন্টি খেলেছেন রাহুল

কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, সময় কম ছিল তাই রাহুল আজ খেলেছেন টি টুয়েন্টির ভঙ্গিতে। রাহুলের বক্তৃতাকে তিনি সংসদে রাখা এক ঐতিহাসিক বক্তৃতা বলে উল্লেখ করেন।

ভূমিকম্প এল

কংগ্রেস সাংসদ রাজীব সতভ বলেন, রাহুল একবার বলেছিলেন তিনি লোকসভায় যেদিন ভাষণ দেবেন সেদিন ভূমিকম্প আসবে। আজ সত্যিই ভূমিকম্প এসেছিল।

কংগ্রেসের প্রেমের আয়না মেলে ধরলেন

কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার বক্তব্য নিশ্চল প্রেমের জাদুভরা এক আলিঙ্গন কিভাবে বিদ্বেষের অন্ধকারকে দূর করতে পারে তা রাহুল আজ দেখিয়ে দিয়েছেন। তাঁর মতে, কংগ্রেসের প্রেমের আয়না রাহুল তুলে ধরেছেন মোদীজীর সামনে।

তথ্য-সম্বৃদ্ধ অত্যন্ত ভাল বক্তৃতা

সিনিয়র কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মতে রাহুলের এদিনের বক্তৃতাটি ছিল তথ্য-সম্বৃদ্ধ। তিনি জানান, রাহুল যেসব প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তার উত্তর দেওয়া সরকারে পক্ষে সহজ হবে না।

English summary
Reactions of BJP and Congress leaders regarding Rahul Gandhi's No Confidence Motion speech.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X