For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬০ কেজি আরডিএক্স নিয়ে গাড়িটির ধাক্কা সেনা-বাসে, পুলওয়ামার রাস্তা ভেসে যায় রক্তে

পুলওয়ামায় সিরআরপিএফের গাড়িতে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ৪৫ জন সেনা জওয়ানের। জাতীয় সড়কের উপর গাড়ি সংঘর্ষে ব্যবহার করা হয়েছে আরডিএক্সের মতো শক্তিশালী বিস্ফোরক।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় সিরআরপিএফের গাড়িতে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ৪৫ জন সেনা জওয়ানের। জাতীয় সড়কের উপর গাড়ি সংঘর্ষে ব্যবহার করা হয়েছে আরডিএক্সের মতো শক্তিশালী বিস্ফোরক। প্রায় ৬০ কেজি শক্তিশালী আরডিএক্সের বিস্ফোরণে এই হামলা পিছনে ফেলেছে উরি হামলার ভয়াবহতাকেও।

৬০ কেজি আরডিএক্স নিয়ে গাড়িটির ধাক্কা সেনা-বাসে, পুলওয়ামার রাস্তা ভেসে যায় রক্তে

প্রাথমিকভাবে তদন্তকারীরা জানিয়েছিলেন ৩৫০ কোটি বিস্ফোরক নিয়ে সিআরপিএফের বাসে দাক্কা মারা হয়েছিল। আদিল আহমেদ দার গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এই গাড়িটি এসইউভি ছিল না, ছিল সেডল গাড়ি। তার মধ্যেই ছিল আরডিএক্স। প্রায় ১৫০ মিটার এলাকাজুড়ে তা ছড়িয়ে পড়েছিল।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে রিপোর্ট জমা পড়ে, তা অনুযায়ী বিস্ফোরণের তীব্রতা ছিল মারাত্মক। এতটাই বেশি তীব্রতা যে দেহ ছিটকে গিয়েছিল ৮০ মিটার দূরে। বাসটি টুকরো টুকরো হয়ে যায়। এমনকী এই জঙ্গি হামলাকে শতাব্দীর সবথেকে বড় জঙ্গি হামলা আখ্যা দেওয়া হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী গাড়িতে বিস্ফোরক বজায় করা হয়েছিল লিঙ্ক রোড থেকে। সেই লিঙ্ক রোড ধরে লেটাপোরের কাছে সিআরপিএফের কনভয়ে ঢুকে পড়ে জঙ্গিদের গাড়িটি। এরপরই ঘটে বিস্ফোরণ। লাল হয়ে যায় গোটা রাস্তা। এখন এই হামলার বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে দেশ। শনিবার সংসদীয় দলের বৈঠকে হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

English summary
RDX is used in Polwama Terror attack on the CRPF’s Bus. 45 jawans are died in this IED blast in Kashmir,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X