For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ হাজারের নোটে রয়েছে এমন ছবি যা আগে কোনও নোটে ছিল না

নতুন যে ২ হাজার টাকার নোটটি বাজারে আসছে তার রঙ বাকী নোটগুলির চেয়ে খানিক আলাদা। গোলাপি ও হালকা বেগুনি মেশানো রঙের দেখতে এই নোট প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত হবে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ নভেম্বর : দিন দুয়েক আগেই ২ হাজার টাকার নোট বাজারে আসতে চলেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই খবর যে মিথ্যা ছিল না তা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০ ও ১ হাজার টাকার পুরনো নোট বাতিলের মধ্য দিয়েই প্রমাণিত হয়ে গিয়েছে। [৫০০ ও হাজার টাকার নোট বন্ধ, এবার তাহলে কি করবেন? জেনে নিন]

কয়েকদিন আগেই স্যোশাল মিডিয়ায় ২ হাজার টাকার নোটের ছবি ভাইরাল হয়েছিল। তখন অবশ্য সরকার বা রিজার্ভ ব্যাঙ্কের তরফে এর সত্যতা স্বীকার করে কোনও বিবৃতি দেওয়া হয়নি। [(ছবি) 'অকেজো' ৫০০ ও ১০০০ টাকার নোট এখন 'খিল্লির পাত্র' সোস্যাল মিডিয়া-ম্যাসেঞ্জারে]

২ হাজারের নোটে রয়েছে এমন ছবি যা আগে কোনও নোটে ছিল না

তবে দুদিন কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়ে দিলেন যে দুর্নীতি ও কালো টাকা ও সর্বোপরি জাল টাকার চক্রকে নাস্তানাবুদ করতে বাজারে চালু ৫০০ ও ১ হাজার টাকার নোট মঙ্গলবার মধ্যরাত থেকে বাতিল করল কেন্দ্র সরকার।[৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল: ঝামেলা এড়াতে কী করণীয় সাধারণ মানুষের?]

নতুন যে ২ হাজার টাকার নোটটি বাজারে আসছে তার রঙ বাকী নোটগুলির চেয়ে খানিক আলাদা। গোলাপি ও হালকা বেগুনি মেশানো রঙের দেখতে এই নোট প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত হবে। কেউ লুকিয়ে রাখতে চাইলেও এর মধ্যে থাকা সেন্সর এর হদিশ জানিয়ে দেবে। অর্থাত মোবাইলের মতোই ট্র্যাক করা যাবে টাকার গতিবিধি।

তবে এই নতুন নোটে এমন একটি ছবি রয়েছে যা আগের কোনও নোটে ছিল না। কয়েকবছর আগে প্রথমবার মঙ্গল অভিযান করে ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই মঙ্গলযান সফলভাবে মঙ্গলগ্রহে পাড়ি দেয়।

এমন ছবি যা আগে কোনওদিন ছাপা হয়নি

ইসরোর এই সাফল্যকে সারা বিশ্ব কুর্ণিশ জানায়। নামমাত্র টাকা খরচ করে প্রথমবারের চেষ্টায় এর আগে কোনও দেশ এমন সাফল্য পায়নি। ফলে মহাকাশ গবেষণায় ভারতের এই পদক্ষেপ স্মরণীয় হয়ে রয়েছে। এই স্মরণীয় সাফল্যেরই ছবি ধরা পড়বে নতুন নোটে। অর্থাত নতুন ২ হাজার টাকার নোটে মঙ্গলযানের ছবি থাকবে। যা আগের আর কোনও নোটে ছিল না।

English summary
RBI will launch 2000 rupees note wit a new photo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X