For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনে ক্রমেই বাড়ছে খাদ্যপণ্যের দাম, কী পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক?

Google Oneindia Bengali News

গোটা পৃথিবীতে আর্থিক কর্মকাণ্ড থমকে গিয়েছে। দেখা দিয়েছে বিশ্ব মন্দা। এই পরিস্থিতিতে ২০২০-২১ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেতিবাচক থাকবে বলে এদিন জানান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। অবশ্য তিনি আশা ব্যক্ত করেন যে আর্থিক বছরের দ্বিতীরার্ধে সেই হার কিছুটা উর্ধ্বমুখী হবে।

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি

তবে এর থেকেও ভয়ঙ্কর এক তথ্য এদিন দেন আরবিআই গভর্নর। দেশের অর্থনীতিতে লকডাউনের প্রভাব থাকবে৷ অর্থনীতির দিকে কড়া নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি৷ তিনি বলেন, সবজি, দুধ ও অন্য খাদ্যপণ্যের দাম বৃদ্ধি হয়েছে৷ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি আরও কিছু মাস চলবে৷

খরিফ শস্য উৎপাদন বেশি হয়েছে

খরিফ শস্য উৎপাদন বেশি হয়েছে

যদিও এদিন শক্তিকান্ত দাস বলেন, 'খরিফ শস্য উৎপাদন বেশি হয়েছে৷ কৃষি আশার আলো দেখাচ্ছে৷' তবে উৎপাদন শিল্পের হ্রাসের বিষয়েও এদিন বলেন তিনি। আরবিআই গভর্নর বলেন, 'উৎপাদন ২১ শতাংশ কমেছে মার্চ, এপ্রিলে ২৭.৪ শতাংশ৷ ৩৩ শতাংশ পণ্য উৎপাদনে ক্ষতি।'

খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও অর্থনীতিকে স্থিতিশীল

খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও অর্থনীতিকে স্থিতিশীল

তবে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কী পদক্ষেপ নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক? করোনা ভাইরাসের আবহে তৃতীয় সাংবাদিক সম্মেলন থেকে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ শতাংশ করার ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস। একইসঙ্গে রিভার্স রেপো রেটও কমিয়ে ৩.৩৫ শতাংশ করেছে রির্জাভ ব্যাঙ্ক ইফ ইন্ডিয়া। মনে করা হচ্ছে এর ফলে ঋণে সুদের হার যেমন কমবে তেমনই বাজারে নগদের যোগানও বাড়বে।

কিস্তি পরিশোধে তিন মাসের মেয়াদ বৃদ্ধি

কিস্তি পরিশোধে তিন মাসের মেয়াদ বৃদ্ধি

এছাড়া কার্যকরী মূলধনের জন্য যাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা না হয় সে জন্য সুনির্দিষ্ট মেয়াদের ঋণের উপর আরও তিন মাসের জন্য মোরাটোরিয়াম দেওয়া হবে জানিয়ে দিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এর আগেও মাসিক কিস্তি পরিশোধে তিন মাসের মেয়াদ বৃদ্ধি করেছিলেন গভর্নর। নতুন এই ঘোষণার জেরে সেই মেয়াদ দাঁড়াল ৬ মাসে। এর ফলে করোনা-আম্ফানের মাঝে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে মধ্যবিত্ত।

<strong>হংকং-এর ইতি! চিনের নতুন আইন প্রণয়নে বিতর্ক চরমে</strong>হংকং-এর ইতি! চিনের নতুন আইন প্রণয়নে বিতর্ক চরমে

English summary
rbi takes steps as price of food grains and food product rising amid coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X