কিছু বন্ধক না রেখে পাওয়া ঋণের পরিমাণ বাড়াল আরবিআই, বড় সুবিধা প্রান্তিক চাষিদের
এবার কোনও কিছু বন্ধক না রেখেই কৃষকরা ১.৬ লক্ষ টাকা ঋণ পাবেন। আগের এক লক্ষ টাকার ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিল আরবিআই। এর ফলে সবচেয়ে বেশি সুবিধা প্রান্তিক চাষিদের হতে চলেছে বলে জানা গিয়েছে।

পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্ক ইন্টারনাল ওয়ার্কিং গ্রুপ তৈরি করবে যা কৃষিঋণ সংক্রান্ত বিষয় দেখভাল করবে। পাশাপাশি ছোট ও প্রান্তিক চাষিদের সুবিধায় কেন্দ্র সরকারও বছরে ৬ হাজার টাকা তিনটি কিস্তিতে দেওয়ার কথা ঘোষণা করেছে। ফলে দুটি মিলিয়ে ছোট চাষিরাই লাভবান হবেন বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
এর আগে ২০১০ সালে কোনও কিছু বন্ধক না রেখে ঋণের পরিমাণ ১ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। নতুন ঋণ বাড়ানোর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই ঘোষণা করা হবে। কৃষকরাও সেই সুবিধা খুব তাড়াতাড়ি পাবেন।
এদিন আরবিআই রেপো রেট কমানোর ঘোষণা করেছে। মোদী সরকারের আমলে ২০১৭ সালের অগাস্টের পর এদিনই প্রথমবার কমানো হল রেপো রেট। ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট করা হয়েছে ৬.২৫ শতাংশ। আরবিআই এর নবনিযুক্ত গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন মানিটারি পলিসি কমিটি এদিন সিদ্ধান্ত নিলে তারপর ঘোষণা হয়েছে।