For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, জিডিপি বৃদ্ধি ৭.৮ থেকে কমিয়ে ৭.২ হবে জানাল RBI

রেপোরেট অপরিবর্তিত রেখে, জিডিপি বৃদ্ধি ৭.৮ থেকে কমিয়ে ৭.২ হবে জানাল RBI

Google Oneindia Bengali News

রেপোরেট অপরিবর্তিত রেখে ভারতের জিডিপি বৃদ্ধির পরিমাণ কমিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন চলতি বছরে জিডিপি বৃদ্ধি হবে ৭.২। এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট অধিবেশনে ভারতের জিডিপি বৃদ্ধি ৭.৮ রেখেছিলেন।

রেপোরেট অপরিবর্তিত রাখল আরবিআই

অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে দিয়েছে পেট্রোল-ডিজেলের দাম। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জিনিস পত্রের দাম। শাক-সবজি ফল থেকে শুরু করে খাদ্য শস্য সবের দামও বাড়তে শুরু করেছে হু হু করে। কােজই জিডিপি বদ্ধি নিয়ে ফলাও করে এখনই কিছু বলতে সাহস দেখাচ্ছে না আরবিআই। সেকারণেই বাজেট অধিবেশনে যেখানে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী িনর্মলা সীতারামন জিডিপি বদ্ধির হার ৭.৮ শতাংশ দেখিয়েছিেলন। তিনি জানিয়েছিেলন দেশে জিডিপি বদ্ধির হার বাড়বে। কিন্তু তার মাস দুয়েকের মধ্যেই সেই হার কমিয়ে দেখা আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন ২০২২-২৩ অর্থবর্ষে দেশের জিডিপি হার ৭.২ শতাংশ হবে।

জিডিপি বৃদ্ধি কত হতে চলেছে জানাল RBI

দেশের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই রেপোরেট এবং রিভার্স রেরোরেটও অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। প্রসঙ্গত উল্লেখ্য করোনা সংক্রমণের পর থেকেই রেপোরেট অপরিবর্তিত রেখে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০২০ সাল থেকে রেপো রেট ৪ শতাংশ হয়ে রয়েছে। সেটা এবারও অপরিবর্তিত রাখার কথাই ঘোষণা করেছে। অর্থাৎ ব্যাঙ্ক গুিল যাতে বেশি করে ব্যবসা করতে পারে তার পথ খোলা রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেপোরেট রিভার্স রেপোরেটে পরিবর্তিত রাখলে দেশের ব্যাঙ্কগুলির অনেকটাই সুবিধা হয়।

দ্রব্যমূল্য বদ্ধি নিয়ে বিরোধীরা সরব হয়েছে। কংগ্রেস থেকে শুরু করে টিএমসি সকলেই মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক বৈঠক করে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন।তিনি অভিযোগ করেছেন দেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ। সর্বদল বৈঠক করে প্রধানমন্ত্রীর উচিত দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা। গতকালও দ্রব্যমূল্য বদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিেলন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল-ডিজেেলর মূল্য বদ্ধি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই জ্বালানি তেেলর দাম বাড়তে শুরু করেেছ বলে অভিযোগ করেছেন তিনি।

English summary
RBI Unchanged Repo rate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X