For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭.২ শতাংশই, কোভিড পরবর্তী সময়ে সর্বাধিক রেপোরেট বাড়িয়ে ঘোষণা RBI-র

দেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭.২ শতাংশই, কোভিড পরবর্তী সময়ে সর্বাধিক রেপোরেট বাড়িয়ে ঘোষণা RBI-র

Google Oneindia Bengali News

টাকার দাম পড়লেও জিডিপি বৃদ্ধি ধাক্কা খাবে না। রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস অনন্ত সেদিকেই ইঙ্গিত করছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপোরেট বৃদ্ধির কথা ঘোষণা করে ২০২৩ অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন দেশের জিডিপি বৃদ্ধি ৭.২ শতাংশই থাকবে। সেটা বজায় রাখতেই যে রেপোরেট পর পর ৩ বার বাড়ানো হয়েছে তার ইঙ্গিত দিয়েছেন তিনি।

জিডিপি বৃদ্ধি-র পূর্বাভাস

জিডিপি বৃদ্ধি-র পূর্বাভাস

২০২৩ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধি ৭.২ শতাংশই থাকবে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে সেই বার্তাই দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছেন দেশের আর্থিক পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। তাই ২০২৩ অর্থ বর্ষে দেশের জিডিপি বৃদ্ধি ৭.২ শতাংশই থাকবে। এর থেকে কমার সম্ভাবনা নেই। এদিকে টাকার দাম পড়তে শুরু করেছে। কয়েকদিন আগে পর্যন্ত টাকার দাম ৮০ টাকায় নেমে এসেছিল ডলার প্রতি। কিন্তু তাতে খুব এক জিডিপি বৃদ্ধিতে প্রভাব পড়বে না বলেই ইঙ্গিত দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

সর্বাধিক রেপোরেট বৃদ্ধি

সর্বাধিক রেপোরেট বৃদ্ধি

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটির বৈঠক ছিল। ৬ সদস্যের কমিটিতে প্রধান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তিনিই বৈঠক শেষে রেপোরেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর কথা ঘোষণা করেন। এখনো পর্যন্ত সর্বাধিক হারে এবারই বাড়ানো হয়েছে রেপোরেট। কোভিড পরবর্তী পরিস্থিতিতে রেপোরেট বাড়িয়ে দেশের স্থিতাবস্থা ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এর আগে ২ বার বাড়ােনা হয়েছে রেপোরেট। মে মাসে ২০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। তারপরে জুন মাসে ৫০ বেসিস পয়েন্ট বাড়ােনা হয়। তিনবারে মোট একশো কুড়ি বেসিস পয়েন্ট রেেপারেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। মাত্র চার মাসের মধ্যে পর পর রেপোরেট বাড়ােনার ঘটনা এক কথায় নজির বিহীন।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ

করোনা পরিস্থিতিতে থমকে গিয়েছিল দেশের অর্থনীতি। লকডাউনের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়েিছল। লাগাতার শেয়ার বাজারে পতন দেখা যেতে শুরু করেছিল। ২ বছরের করোনা ধাক্কা সামলে একুশ সাল থেকে ধীরে ধীরে দেশের অর্থনীিত সচল হতে শুরু করে। কিন্তু মুদ্রাস্ফীতি রেকর্ড জায়গায় চলে গিয়েছিল। বারো বছরে সর্বাধিক মুদ্রাস্ফীতি দেখেছিল দেশ। অগ্নিমূল্য সব জিিনস। হু হু করে দাম বাড়তে শুরু করেছে চাল-ডাল সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের। সেই মুদ্রাস্ফীতি িনয়ন্ত্রণ করতেই রেপোরেট বাড়ােনার সিদ্ধান্ত বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।

চাঙ্গা শেয়ার বাজার

চাঙ্গা শেয়ার বাজার

রেপোরেট বাড়ানোর সঙ্গে সঙ্গে শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠেছে। সপ্তাহের শেষ দিেন বাজার খুলতেই হু হু করে দাম চড়তে শুরু করেছে একাধিক শেয়ারের। ২০০ পয়েন্ট চড়েছে শেয়ার বাজার। নিফটিতেও ভালই প্রভাব পড়েছে। একাধিক কোম্পািনর শেয়ারের দাম চড়ছে। গত কয়েক বছর ধরে মন্দাতেই কাটছে শেয়ার বাজার। পর পর তিনবার রেপোরেট বাড়ানোয় ধীরে ধীরে দেশের অর্থনীতি উর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে।

রেপোরেট বাড়তেই চাঙ্গা শেয়ারবাজার, ২০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত জেনে নিনরেপোরেট বাড়তেই চাঙ্গা শেয়ারবাজার, ২০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত জেনে নিন

English summary
GDP growth forecast of 7.2 percent for FY23 by RBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X