নিখরচায় এটিএম ব্যবহারের দিন শেষ হচ্ছে, নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের

যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে, এতদিন সেই ব্যাঙ্কের এটিএম থেকে মাসে যতবার খুশি টাকা তোলা যেত। আর অন্য ব্যাঙ্কের এটিএম হলে মাসে পাঁচবার টাকা তুলতে পারতেন নিখরচায়। তার চেয়ে বেশিবার টাকা তুললে ফি লেনদেনে ২০ টাকা করে কাটা হত। গত ১৪ অগস্ট একটি নির্দেশিকা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এ বার থেকে অন্য ব্যাঙ্কের এটিএমে আপনি তিনবার নিখরচায় টাকা তুলতে পারবেন। আর আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেখানে সর্বোচ্চ পাঁচবার বিনা খরচে টাকা তোলা যাবে। এর চেয়ে বেশি লেনদেন করলে ২০ টাকা করে প্রতিবার কেটে নেওয়া হবে।
টাকা তোলার পাশাপাশি ব্যালান্স এনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড পেমেন্ট ইত্যাদি লেনদেনও পড়বে এই নিয়মের আওতায়। অর্থাৎ ধরা যাক, আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। মাসে তিনবার স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললেন। আর চারবার মিনি স্টেটমেন্ট নিলেন। তা হলে আপনি মোট সাতটি লেনদেন করলেন। শেষ অতিরিক্ত দু'টি লেনদেন বাবদ মোট ৪০ টাকা কেটে নেওয়া হবে আপনার অ্যাকাউন্ট থেকে।
কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, ব্যাঙ্গালোর এবং হায়দরাবাদে চালু হচ্ছে নতুন নিয়ম
তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম থাকছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেইগুলি কী?
প্রথমত, এটিএমে লেনদেনের এই নয়া নিয়ম দেশের ছ'টি মেট্রো শহরে কার্যকর হবে। এই শহরগুলি হল: কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, ব্যাঙ্গালোর এবং হায়দরাবাদ। নন-মেট্রো বা গ্রামাঞ্চলে পুরনো নিয়মই বলবৎ থাকবে।
দ্বিতীয়ত, স্মল অ্যাকাউন্ট, নো-ফ্রিল অ্যাকাউন্ট এবং বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। এটা মেট্রো শহরগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সুতরাং আপনার কোন শ্রেণীর অ্যাকাউন্ট, তা জেনে নিলে সুবিধা হবে।
রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, কোন এটিএমে নতুন নিয়ম খাটছে, তা জানাতে হবে গ্রাহকদের। অর্থাৎ এটিএমে আলাদা নোটিশ দিতে হবে। কেউ নির্ধারিত সীমায় পৌঁছে গেলে তাকে এসএমএস করে জানাতে হবে যে, পরবর্তী লেনদেনের ক্ষেত্রে টাকা কাটা হবে।
দীর্ঘদিন ধরেই ব্যাঙ্কগুলির সংগঠন আইবিএ (ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন) দাবি জানিয়ে আসছিল, এটিএম রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে গিয়েছে। তাই এটিএম ব্যবহারে কড়াকড়ি করা হোক। সেই আর্জিতে সাড়া দিয়েই এমন পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক।