For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের সুদ কমাতে চলেছে আরবিআই, ৪ অক্টোবর নতুন রেপোরেট ঘোষণার সিদ্ধান্ত

দেশের আর্থিক সংকটের কথা মাথায় রেখে ফের সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ৪ অক্টোবর থেকে তা কর্যকর করা হবে বলে সূত্রের খবর।

Google Oneindia Bengali News

দেশের আর্থিক সংকটের কথা মাথায় রেখে ফের সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ৪ অক্টোবর থেকে তা কর্যকর করা হবে বলে সূত্রের খবর। এই নিেয় চলতি আর্থিক বর্ষে পাঁচ বার সুদ কমানোর কথা ঘোষণা করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। মনে করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক ২৫ শতাংশ রেপোরেট কমাবে।

ফের সুদ কমাতে চলেছে আরবিআই, ৪ অক্টোবর নতুন রেপোরেট ঘোষণার সিদ্ধান্ত

তবে এতে যে সকট মিটবে এমন নয়, অনেক অর্থনীতিবিদ দাবি করেছেন ডিসেম্বরে আবারও রেপোরেট কমাতে হবে আরবিআইকে। িডসেম্বরে আরও ১৫ শতাংশ রেপোরেট কমাতে হবে।

মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রেপোরেট কমানো নিয়ে যাত্রা শুরু করেছে আরবিআই। তারপর থেকে মোট চারবার রেপোরেট কমানো হয়েছে। কিন্তু তারপরেও দেশের আর্থিক মন্দা দশা কমানো যাচ্ছে না। রেপোরেট কমানোয় বিনিয়োগ বাড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল সেটাও হচ্ছে না। উল্টে শেয়ার বাজারের ধারাবাহিক পতন হয়েই চলেছে।

বিনিয়োগ টানতে সেপ্টেম্বরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২২ থেকে ৩০ শতাংশ শুল্প ছাড়ের কথা ঘোষণা করেছে। তাতে সরকারের কোষাগারে ক্ষতি স্বীকার করতে হয়েছে ঠিকই। আর্থিক অবস্থাও চাঙ্গা হয়নি। মূদ্রাস্ফীতিও বাড়তে শুরু করেছে গত কয়েক মােস। সেপ্টেম্বর মাসে জিএসটি সংগ্রহেও ঘাটতি দেখা দিয়েছে। মোটের উপর পরিস্থিতি খুবই উদ্বেজনক। এভাবে চলতে থাকলে রিজার্ভ ব্যাঙ্কের রেপোরেট কমানোর সিদ্ধান্ত করতা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

[ মহাত্মা গান্ধীর ধারনাকে নাড়িয়ে দিয়েছে গত ৫ বছরের ভারত! আক্রমণ সনিয়ার][ মহাত্মা গান্ধীর ধারনাকে নাড়িয়ে দিয়েছে গত ৫ বছরের ভারত! আক্রমণ সনিয়ার]

English summary
RBI is expected to cut benchmark interest rates for the fifth time this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X