For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থামল দৌড়! কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্বে শেষপর্যন্ত ইস্তফা আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের

আরবিআইয়ের গভর্নরের পদ থেকে শেষ অবধি ইস্তফা দিলেন উর্জিত প্যাটেল।

  • |
Google Oneindia Bengali News

আরবিআইয়ের গভর্নরের পদ থেকে শেষ অবধি ইস্তফা দিলেন উর্জিত প্যাটেল। বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের সঙ্গে নানা কারণে দ্বন্দ্ব চলছিল আরবিআই গভর্নরের। তাঁর পদত্যাগের জল্পনাও চলছিল। শেষ অবধি তা সত্যি হল। এদিন পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, তাৎক্ষণিক সময় থেকেই তিনি প্রাক্তন হয়ে গেলেন। গত কয়েকবছরে আরবিআই-এর নানা পদে কাজ করতে পেরে তিনি সম্মানিত বলেও জানিয়েছেন উর্জিত প্যাটেল।

কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্বে শেষপর্যন্ত ইস্তফা আরবিআই গভর্নরের

কেন্দ্র ও আরবিআই সংঘাত ছিল কয়েকটি বিষয়ে। যার মধ্যে ছিল ব্যাঙ্কের অতিরিক্ত সঞ্চয়। আরবিআইয়ের কাছে অতিরিক্ত ৩.৬ লক্ষ কোটি টাকা রয়েছে। সরকারের যুক্তি তা উন্নয়নের কাজে লাগতে পারে। তবে ব্যাঙ্কের যুক্তি ছিল, আপতকালীন ফান্ড হিসাবে ওই টাকা রাখা হয়েছে। তা দেওয়া যাবে না। পরে অবশ্য আরবিআই কিছু টাকা দিতে রাজি হয়েছিল।

পাশাপাশি ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছুটা ফাঁস আলগা করার কথাও বলেছিল কেন্দ্র। অভিযোগ ছিল, আরবিআই ব্যাঙ্কগুলিকে ধার নিয়ে যে নির্দেশ দিয়েছে তাতে বাজে ঋণের সংখ্যাই বাড়ছে। আরবিআই ১১টি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ওপরে নানা বিধিনিষেধ জারি করেছে। যার ফলে নানা অসুবিধা হচ্ছে বলে কেন্দ্র দাবি তোলে। এই সমস্ত বিষয়েই কেন্দ্রের সঙ্গে দূরত্ব তৈরি হয় আরবিআই গভর্নরের। যার শেষ পরিণতি, তাঁর পদত্যাগ।

এদিন পদত্যাগের মুহূর্তে উর্জিত প্যাটেল সহকর্মী, আরবিআই ডিরেক্টর ও আরবিআই সেন্ট্রাল বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। সকলে মিলে কাজ করে আরবিআই-কে সাফল্যের চূড়ায় তুলে ধরার জন্য তিনি বিদায়বেলায় আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।

English summary
RBI governor Urjit Patel steps down from post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X