For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘনিয়ে এল সময়! কবে পদত্যাগ করছেন আরবিআই গভর্নর উর্জিত

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার বোধহয় সময় ঘনিয়ে এল আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের।

  • |
Google Oneindia Bengali News

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার বোধহয় সময় ঘনিয়ে এল আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই পদত্যাগ করবেন তিনি। কেন্দ্রের সঙ্গে আরবিআইয়ের যে সংঘাত হয়েছে তার ফলশ্রুতিতেই উর্জিতকে পদ খোয়াতে হচ্ছে বলে খবর।

ঘনিয়ে এল সময়! কবে পদত্যাগ করছেন আরবিআই গভর্নর উর্জিত

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবর, ১৯ নভেম্বর আরবিআইয়ের বোর্ড মিটিং রয়েছে। সেখানেই উর্জিত প্যাটেল নিজের পদত্যাগপত্র জমা দিতে পারেন। সূত্রের খবর, কেন্দ্র সরকারের সঙ্গে লড়াইয়ে নিজেকে ক্লান্ত মনে করছেন আরবিআই গভর্নর। তাই অস্ত্র তুলে রেখে পদত্যগ করে লড়াই এড়িয়ে যেতে চাইছেন।

[আরও পড়ুন: মোদী হটাতে এবার 'নিঃশর্ত' হচ্ছেন রাহুল! সুশাসনের লক্ষ্যে 'কর্ণাটক-মডেল' প্রয়োগ][আরও পড়ুন: মোদী হটাতে এবার 'নিঃশর্ত' হচ্ছেন রাহুল! সুশাসনের লক্ষ্যে 'কর্ণাটক-মডেল' প্রয়োগ]

মাঝারি ও ক্ষুদ্র শিল্পে ঋণদানে আরবিআই নিয়ম শিথিল করুক, কেন্দ্র এটাই চায়। এছাড়া আরবিআইয়ের ভাঁড়ারে যে উদ্বৃত্ত অর্থ রয়েছে তা দিয়ে বিভিন্ন সরকারি সংস্থাকে বিলগ্নিকরণের হাত থেকে বাঁচাক।

[আরও পড়ুন: বিধানসভায় ইতিহাস তৈরি করলেন মুখ্যমন্ত্রী! এবার থেকে ঢুকবেন স্ত্রীর হাত ধরে][আরও পড়ুন: বিধানসভায় ইতিহাস তৈরি করলেন মুখ্যমন্ত্রী! এবার থেকে ঢুকবেন স্ত্রীর হাত ধরে]

তবে কেন্দ্রের সেই প্রস্তাব আরবিআই পত্রপাঠ ফিরিয়ে দিয়েছে। সরকার চাইছে আরবিআই গচ্ছিত টাকা দিয়ে ঘাটতি মেটাক। তাতে উর্জিত প্যাটেল রাজি নন। যার জেরে তাঁর সঙ্গে কেন্দ্রের সংঘাত শুরু হয়েছে। এই অবস্থায় আগামী বোর্ড মিটিংয়েই আরবিআইয়ে উর্জিত জমানা শেষ হয়ে আসতে পারে।

[আরও পড়ুন:ছত্তিশগড়ে একটি কেন্দ্রে ভোটার মাত্র ৪জন! কী ব্যবস্থা কমিশনের জানলে চমকে যাবেন ][আরও পড়ুন:ছত্তিশগড়ে একটি কেন্দ্রে ভোটার মাত্র ৪জন! কী ব্যবস্থা কমিশনের জানলে চমকে যাবেন ]

English summary
RBI governor Urjit Patel could resign on November 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X