For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্রুত দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে, আশাবাদী আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস

দ্রুত দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে, আশাবাদী আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস

Google Oneindia Bengali News

মুদ্রাস্ফীতি বর্তমানে চরমে পৌঁছেছে বলে জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। তবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি। আরবিআই প্রাথমিকভাবে মুদ্রাস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রাস্ফীতি ৪ শতাংশে নামিয়ে আনতে বদ্ধপরিকর।

দেশের মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে

দেশের মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে

এক সাক্ষাৎকারে আরবিআই গভর্নর বলেন, 'যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছিল, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেশের মুদ্রাস্ফীতি সর্বোচ্চ ৭.৮ শতাংশে পৌঁছে গিয়েছিল। কিন্তু সম্প্রতি তিন বার মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। জুলাই মাসে মুদ্রাস্ফীতি কমে ৬.৭ শতাংশ হয়ে গিয়েছে। তবে দেশের মুদ্রাস্ফীতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বিশেষজ্ঞরা কী বলছেন সেই দিকে আমরা নজর রাখি। পাশাপাশি বিনিয়োগকারীরা কী ভাবছেন সেই বিষয়ে আমরা সমীক্ষা করি। সমস্ত দিক দেখে আমরা মনে করছি মুদ্রাস্ফীতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন মুদ্রাস্ফীতি ৬.৭ শতাংশে নেমেছে। তবে আমদের প্রথমে মুদ্রাস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনতে হবে। তারপর ৪ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করতে হবে।' তিনি দাবি করেছেন, বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর ভারতের মুদ্রাস্ফীতি নির্ভর করে।

শহরের থেকে গ্রামে মুদ্রাস্ফীতি বেশি

শহরের থেকে গ্রামে মুদ্রাস্ফীতি বেশি

পর পর তিনমাস মুদ্রাস্ফীতি কমেছে। জুন মাসে মুদ্রাস্ফীতি ৭.০১ শতাংশ ছিল। তবে জুলাই মাসে মুদ্রাস্ফীতি বেশ খানিকটা কমেছে। জুলাই মাসে মুদ্রাস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬.৭৫ শতাংশ। মে মাসে মুদ্রাস্ফীতি ছিল ৭.০৪ শতাংশ। জুন মাসে শহরের থেকে গ্রামের মুদ্রাস্ফীতি বেশি ছিল বলে আরবিআই একটি রিপোর্টে জানিয়েছে। ২০২২ সালের জুন মাসে গ্রামের মুদ্রাস্ফীতির হার ছিল ৭.০৯ শতাংশ। সেখানে শহরাঞ্চালে মুদ্রাস্ফীতি ছিল ৬.৯২ শতাংশ।

আন্তর্জাতিক বাজারের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব

আন্তর্জাতিক বাজারের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে। মূলত জ্বালানি ও খাদ্যপণ্যের দামের ওপর মুদ্রাস্ফীতি নির্ভর করে। জ্বালানি ও খাদ্যপণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ার ফলে ভারতে তার প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতি দেখা দেয়। রাশিয়ার ইউক্রেনের সামরিক অভিযানের ফলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যে ঘাটতি দেখা দেয়। রাষ্ট্রসংঘ বিশ্বজুড়ে খাদ্যের ঘাটতি দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করে। এরপরেই নড়েচড়ে বসে রাষ্ট্রনেতারা। রাশিয়ার সঙ্গে চুক্তি করে কৃষ্ণসাগর ব্যবহার করার অনুমতি পায় ইউক্রেন। নতুন করে খাদ্যশস্য রফতানি করার সুযোগ পায়। যার জেরে খাদ্যপণ্যের দাম কমতে থাকে। পাশাপাশি অপরিশোধিত জ্বালানির দাম কমানোর বিষয়ে একাধিক সক্রিয় ভূমিকা গ্রহণ করা হয়েছে। যার ফলে বিশ্বে মুদ্রাস্ফীতি কমতে থাকে। যার প্রভাব ভারতে পড়ে।

Bank Holidays September 2022: সেপ্টেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৩ দিন, ছুটির দিনের তালিকা একনজরেBank Holidays September 2022: সেপ্টেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৩ দিন, ছুটির দিনের তালিকা একনজরে

English summary
RBI governor said that inflation will be under control very soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X