For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের করোনা প্যাকেজ ঘোষণার পর এবার সাংবাদিক বৈঠক আরবিআই গভর্নরের, তাকিয়ে বণিক মহল

Google Oneindia Bengali News

শুক্রবার সকাল ১০টা সাংবাদিক বৈঠক করবেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। বৈঠকের বিষয় বস্তু এখনও স্পষ্ট ভাবে জানা না গেলেও মনে করা হচ্ছে লকডাউন ও করোনার প্রভাবে দেশের অর্থনীতির হাল হকিকত নিয়েই এদিন মুখ খুলবেন আরবিআই গভর্নর।

১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা

১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা

প্রসঙ্গত, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনার জেরে গরিব মানুষের যআতে কষ্ট না হয় বা অর্থনীতির উপর যাতে বেশি চাপ না পড়ে, সেটাই ছইল সেই প্যাকেজের মূল উদ্দেশ্য।

লকডাউনের জেরে সংকটে পড়া মানুষদের অন্ন সংস্থান

লকডাউনের জেরে সংকটে পড়া মানুষদের অন্ন সংস্থান

করোনা ভাইরাসে লকডাউনে সবচেয়ে সংকটে পড়েছেন গরিব মানুষ দিন মজুররা। রোজগার বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে তাঁদের অন্নের সংস্থানে এগিয়ে এসেছে সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন ফিনান্সিয়াল রেসপন্স টিম বিশেষ প্যাকেজ ঘোষণা করে আগামী তিন মাস দেশের সব প্রান্তের গরিব মানুষ বিনামূল্যে ৫ কেজি চাল, ৫ কেজি আটা দেওয়ার কথা ঘোষণা করেন। তার সঙ্গে প্রদেশ ভিত্তিতে ৫ কেজি ডালও দেবে সরকার।

ক্ষতিগ্রস্ত দেশের শ্রমিক শ্রেণী

ক্ষতিগ্রস্ত দেশের শ্রমিক শ্রেণী

করোনা ভাইরাসের লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত দেশের গরিব মানুষ ছাড়াও শ্রমিক শ্রেণী। কাজ বন্ধের জেরে অসহায় অবস্থা আর্থিক দিক থেকে নিচের দিকে থাকা বেসরকারি প্রতিষ্ঠানগুলির। এদিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৩ মাসের জন্য সাহায্যের কথা ঘোষণা করেছেন।

ইপিএফও আইন সংশোধন

ইপিএফও আইন সংশোধন

এদিন আর্থিক প্যাকেজ ঘোষণা করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেছেন, ইপিএফও আইন সংশোধন করা হবে। যাতে কর্মীরা পিএফ-এ জমা ৭৫ শতাংশ অর্থ কিংবা তিনমাসের বেতন যেটা কম হবে, সেই পরিমাণ টাকা অগ্রিম হিসেবে তুলতে পারবেন। এর ফলে ৪.৮ কোটি কর্মী উপকৃত হবেন।

আরবিআই-এর ঘোষণার দিকা তাকিয়ে বণিক মহল

আরবিআই-এর ঘোষণার দিকা তাকিয়ে বণিক মহল

এদিকে সাধারণ মানুষের জন্য এত ঘওষণার পর আজ আরবিআই গভর্নরের উপর নজর থাকবে বণিক মহলের। করোনার জেরে এমনিতেই ধস নেমেছে শএয়ার বাজারে। ব্যাঙ্কি সেক্টরের অবস্থাও খুব একটা ভআলো নয়। এই পরিস্থিতিতে কী ঘোষণা করবেন শক্তিকান্ত, তাকিয়ে সবাই।

English summary
rbi gov shaktikanta das to address media after finance minister announce coronavirus stimulus package
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X