For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পুলওয়ামায় জঙ্গিহানাকে দিগ্বিজয় দুর্ঘটনা বলছেন, এত নিচে নেমে গিয়েছেন!' তোপ রবিশঙ্করের

পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার বদলা নিতে পাকিস্তানের ভিতরে ঢুকে 'সার্জিক্যাল স্ট্রাইক ২" চালায় ভারত। ভারতীয় বায়ুসেনার এই আক্রমণে জঙ্গি শিবিরের একাধিক কুখ্যাত নেতা মারা যায় বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার বদলা নিতে পাকিস্তানের ভিতরে ঢুকে 'সার্জিক্যাল স্ট্রাইক ২" চালায় ভারত। ভারতীয় বায়ুসেনার এই আক্রমণে জঙ্গি শিবিরের একাধিক কুখ্যাত নেতা মারা যায় বলে খবর। খতম হয়ে যায় জইশের প্রথম সারির বহু নেতা। একাধিক সূত্রে দাবি করা হয় ৩০০ থেকে ৩৫০ জন জঙ্গি মারা যায় সেই ঘটনায়। এরপরই বিজেপি সরকারকে একহাত নিয়ে বিরোধীদের প্রশ্ন, 'ঠিক কতজন জঙ্গি মারা গিয়েছে?'

পুলওয়ামার জঙ্গিহানাকে দিগ্বিজয় দুর্ঘটনা বলছেন, এত নিচে নেমে গিয়েছেন! তোপ রবিশঙ্করের

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেসের কপিল সিব্বল, দিগ্বিজয় সিংরা ভারতের এয়ার স্ট্রাইক প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন । যা নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এদিকে, বিরোধীদের এই যাবতীয় বিতর্কের জবাব দিতে এদিন এক সাংবাদিক সম্মেলন ডাকা হয় বিজেপির তরফে। সেখানে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তোলেন, ' কী করে ৪৫ জন সিআরপিএফ জওয়ানের ওপর হামলাকে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং দুর্ঘটনার তকমা দিতে পারেন? তিনি এত নিচে নেমে গিয়েছেন?'

বিজেপির সুরে সুর মিলিয়ে এদিন রবিশঙ্কর প্রসাদ ফের একবার দাবি করেন, বিরোধীরা বারবার জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন করে ভারতের সেনার মনোবলকে নিচু করে দিচ্ছেন। পাশাপাশি বিরোধী নেতা নেত্রীরা যা দাবি করছেন তাইই পাকিস্তানের টিভি চ্যানেলে হেডলাইন হচ্ছে। বিরোধীদের এই সমস্ত পদক্ষেপ থেকে বিরত থাকবার পরামর্শ দেন রবিশঙ্কর প্রসাদ।

English summary
Union Min Ravi Shankar Prasad on Congress leader Digvijaya Singh terming #Pulwama terrorist attack an “accident”: Has Digvijaya Singh reduced himself to such a low level that he will call the most heinous terrorist attack on 45 CRPF jawans as an accident? This is their thinking.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X