For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাবণের জন্ম নয়ডায়, নতুন করে বিতর্ক উসকে দিলেন বিজেপি নেতা স্বামী

লঙ্কা নরেশ রাবণের জন্ম নিয়ে নানা গল্প রয়েছে। নতুন করে সেই জল্পনায় ঘৃতাহুতি করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

  • |
Google Oneindia Bengali News

লঙ্কা নরেশ রাবণের জন্ম নিয়ে নানা গল্প রয়েছে। নতুন করে সেই জল্পনায় ঘৃতাহুতি করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। গোয়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বামী বলেন, রাবণ নয়ডায় জন্মেছিলেন। সেই জায়গার আগের নাম ছিল বিসরাখ। রামায়ণে খলনায়ক হিসাবে পরিচিত রাবণ আসলে উত্তর ভারতে জন্মেছিলেন।

রাবণের জন্ম নয়ডায়, নতুন করে বিতর্ক উসকে দিলেন বিজেপি নেতা

স্বামী বলেন, রামচন্দ্র উত্তর ভারতে জন্ম নেন। লঙ্কার রাজা রাবণকে বধ করেন। ফলে দ্রাবিড়ীয়রা উত্তর ভারতীয়দের ভালো চোখে নেয় না। তবে ঘটনা হল, রাবণ লঙ্কার লোক ছিলেন না। দিল্লির কাছে বিসরাখে তিনি জন্মেছিলেন। সেই জায়গাকে এখন নয়ডা বলা হয়।

রাবণ তপস্যা করেন মানস সরোবরে। সেখানে ভগবান শিবের বর পান। তারপরে লঙ্কায় গিয়ে নিজের সৎ ভাই কুবেরকে হারিয়ে লঙ্কার অধিপতি বনে যান রাবণ। এমনই জানিয়েছেন স্বামী।

রাবণ ব্রাহ্মণ ছিলেন। তবে লঙ্কা জয় করেন। ফলে দ্রাবিড়ীয়রা তাঁকে নিজের ভাবতে শুরু করে। আসলে ব্রিটিশরা সুচারুভাবে উত্তর ও দক্ষিণ ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করে তা জিইয়ে রেখেছিল। এই ভেদাভেদকে সামাজ্যবাদের কুফল বলেও মন্তব্য করেন বিজেপি নেতা স্বামী।

এর পাশাপাশি আরও একটি বিতর্কিত মন্তব্যও স্বামী করেছেন। তিনি বলেন, কালো টাকা দেশ ছেড়ে বিদায় নিচ্ছে, সেই কারণেই ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ে যাচ্ছে।

English summary
Ravana was born in Noida village, earlier called Bisrakh, claims Subramanian Swamy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X