For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারের সর্বনাশা বন্যার মূলে ইঁদুরের উপদ্রব, কীভাবে জেনে নিন

বিহারের ভয়াবহ বন্যার মূলে প্রকৃতি নয়, রয়েছে ইঁদুর। মূলত ইঁদুরের উপদ্রবেই গোটা বিহার এবছর বন্যায় প্লাবিত হয়েছে বলে দাবি করেছেন সেরাজ্যের মন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

বিহারের ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত পাঁচশোর বেশি মানুষ মারা গিয়েছেন। মোট ১৯টি জেলা প্লাবিত। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক কোটি মানুষ। আর এই ভয়াবহ বন্যার মূলে প্রকৃতি নয়, রয়েছে ইঁদুর। মূলত ইঁদুরের উপদ্রবেই গোটা বিহার এবছর বন্যায় প্লাবিত হয়েছে বলে দাবি করেছেন সেরাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী লালন সিং ও বিপর্যয় মোকবিলা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী দীনেশ চন্দ্র।

বিহারের সর্বনাশা বন্যার মূলে ইঁদুরের উপদ্রব, কীভাবে জেনে নিন

এই দুই মন্ত্রীর দাবি, নদীর পারের প্রাকৃতিক বাঁধ নষ্ট করে দিয়েছে ইঁদুর। যার ফলে নদীর জল ঢুকে সারা রাজ্য ভাসিয়ে এত মানুষকে বিপদে ফেলেছে।

ইঁদুরকে বিহারের বন্যার জন্য দায়ী করে দুই মন্ত্রী বলেছেন, নদী বাঁধ চুঁইয়ে জল আসার জন্য ইঁদুররাই দায়ী। গ্রামবাসীরা পারে শস্য জমা রাখেন। যা খেতে আসে ইঁদুররা। তারপরে নদীর পারে গর্ত করে নদীর স্বাভাবিক বাঁধকে নড়বড়ে করে দেয়। এভাবেই চলতে চলতে বিহারের উপর দিয়ে বয়ে চলা নদীগুলির পার দুর্বল হয়ে গিয়েছে। যার ফলে নদীর জল বাড়লেই দুকুল ছাপিয়ে বন্য পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, কয়েকমাস আগে বিহার পুলিশও ইঁদুরের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছিল। তাদের দাবি ছিল, মদ নিষিদ্ধ হওয়ার পরে তা বাজেয়াপ্ত করে এক জায়গায় রাখা হয়েছিল। সেখান থেকে সব মদ চেটে সাফ করে দিয়েছে ইঁদুরের দল।

English summary
Rats have caused the flood in the state, claims Bihar miniters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X