কোভিড অতিমারির বছরে, দেখে নিন সোশ্যাল মিডিয়ায় হটকেকের মতো ভাইরাল হওয়া ভিডিওর সম্ভার
অতিমারির বছর ২০২০, কোভিডের এই দুঃসময় বিশ্ববাসীর মুখে হাসি কেড়েছে। করোনাকালে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা মৃত্যুমিছিল, বিশ্বজুড়ে আর্থিক মন্দা, অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে চ্যালেঞ্জিং পরিস্থিতি, দীর্ঘ লকডাউনের অভিজ্ঞতা, ভ্যাকসিনের অভাব-সব মিলিয়ে হতাশার গ্রাসে গোটা দুনিয়া। আর এই কঠিন সময়েই সবচেয়ে কাছের বন্ধু মুঠোফোন। ঘরবন্দি অবস্থায় মুখোফোনেই সবচেয়ে বেশি চোখ ছিল। ফেসবুক থেকে হোয়াটস অ্যাপে নানা পোস্টে লাইক শেয়ার কমেন্টে ঝড় তুলেছেন আপনি!
ভিডিও ভালো লাগলে কখনও তা বন্ধুদের মধ্য়ে ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়েই বন্দি দশার সময়গুলো কেটেছে। প্রযুক্তির আর্শীবাদ সোশ্যাল মিডিয়াই, লকডাউনের দিনগুলোর আমাদের ঘরবন্দি থাকতে সাহায্য করেছে। একনজরে ২০২০তে সোশ্যাল মিডিয়ায় কোন কোন ভিডিও জয়প্রিয়তায় নিরিখে ভাইরাল হল দেখে নেওয়া যাক।
Central Minister Mr Ramdas Athawale requests Corona to go back from India 🤣 pic.twitter.com/4FJmmwwxP3
— Santosh Addagulla (@santoshspeed) March 10, 2020
গো করোনা গো-ভাইরাল ভিডিও
ভারতে করোনা পর্বের শুরুর দিকে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য 'গো করোনা গো' স্লোগান তুলেছিলেন। সুর করে গানের মতো করে সেই স্লোগান দিয়েছিলেন আটওয়ালে। যা মুহূর্তেই ভাইরাল হয়েছিল। পরবর্তী সময় রামদাস আটওয়ালে নিজেই করোনায় আক্রান্ত হন। দক্ষিণ মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
First World Problems • Made Kokila Ben sing this time • I love doing harmonies, enjoyed this one a lot •
— Yashraj Mukhate (@YBMukhate) August 21, 2020
Kahi share karoge toh credits zaroor dena. Dhanyawaad!♥️♥️♥️#kokilaben #gopinahu #rashi #cooker #saathnibhanasaathiya #yashrajmukhate #ymstudios pic.twitter.com/4TcWwAcH7q
রান্নাঘরে কে ছিল
দীর্ঘ লকডাউনে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের বিচরণ বেড়ে যেতে, বহু ভিডিও এবছর দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে অন্যতম শাশুড়ি বউ এর অশান্তির এক দৃশ্য। শাশুড়ির প্রশ্ন রান্না ঘরে কে ছিল, যা প্রমাণ করতে ব়্যাপের তালে তালে সাত নিভানা সাথিয়া ধারাবাহিকের চরিত্রগুলি দিয়ে মজার ভিডিও তৈরি করেন এক ব়্যাপার। যা মুহূর্তেই ভাইরাল হয়।

লাইভ ইন্টারভিউয়ের মাঝে বিড়ালের ঝগড়া
১২ সেকেন্ডের ভিডিও, সেটাই ভাইরাল! লাইভ ইন্টারভিউয়ের মাঝে বিড়ালের ঝগড়া এবছরের ভাইরাল ভিডিওগুলির মধ্য়ে অন্যতম। লকডাউনে ওয়ার্ক ফর্ম হোম মোডে, ফিলিপিন্সের এক রিপোর্টার বাড়ি থেকে সাক্ষাৎকার নেওয়ার মুহূর্তে ক্যামেরার তাঁর পোষা দুই বিড়ালের ঝগড়ার মুহূর্তে ধরা পড়ে। সেই ভিডিওই পরে ভাইরাল হয়ে যায়।

|
লকডাউন ভাঙার শাস্তি
লকডাউনে না মেনে রাস্তার বেরনোতে পুলিশের শাস্তি মুখে পড়ার একাধিক ভিডিও এবছর ভাইরাল হয়েছে। যেখানে পুলিশের দেওয়া শাস্তি মেনে কান ধরে ওঠ বস করতে দেখা যায়।
|
চুল কাটতে নারাজ অনুশ্রুত, ভাইরাল ভিডিও
বছর শেষে অনুশ্রুতের চুল কাটতে না চাওয়ার এক মজার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অনুশ্রুতের বাবা অনুপ ছোট্টো অনুশ্রুতের ভিডিও করেছে। চুল কাটায় বাধা দিয়ে কখনও সে বলছে, 'আমার নাম অনুশ্রুত। অনুশ্রুতের চুল কেটো না।' কখনও রেগে গিয়ে নাপিতকে বলছে, 'আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। এবার আমি তোমায় মেরেই দেব।'