For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনন্য সম্মান : রাষ্ট্রপতি ভবনের বাসিন্দা হচ্ছেন সাহিত্যিক অমিতাভ ঘোষ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৮ জুলাই : ১০ থেকে ১৪ জুলাই, এই পাঁচ দিনের জন্য রাষ্ট্রপতি ভবনের বাসিন্দা হতে চলেছেন বিখ্যাত লেখক-সাহিত্যিক অমিতাভ ঘোষ। এই পাঁচদিন তিনি 'রাইটার-ইন-রেসিডেন্স' হিসাবে রাষ্ট্রপতি ভবনে থাকবেন। সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী ডেবোরা বেকার-ও।

প্রথিতযশা লেখক অমিতাভ ঘোষের সেরা বইগুলির মধ্যে রয়েছে 'দ্য সাইকেল অব রিজন', 'দ্য শ্যাডো লাইনস', 'ইন অ্যান অ্যান্টিক ল্যান্ড', 'ক্যালকাটা ক্রোমোস্কোপ' সহ একাধিক বই।

রাষ্ট্রপতি ভবনের বাসিন্দা হচ্ছেন সাহিত্যিক অমিতাভ ঘোষ

২০১৩ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনের তরফে এই 'ইন রেসিডেন্স' কর্মসূচী গ্রহণ করা হয়। লেখক-শিল্পীদের সম্মান জানানো ও তাঁদের আরও উৎসাহ দিতেই রাষ্ট্রপতি ভবনে থাকার সুযোগ করে দেওয়ার জন্যই এটি শুরু হয়েছে।

প্রথমবার এই সম্মান পেয়েছিলেন শিল্পী যোগেন চৌধুরী। এরপরে শিল্পী সুবোধ গুপ্ত ও পরেশ মাইতি এই সুযোগ পান। আর এবার রাষ্ট্রপতি ভবনে থাকার সুযোগ পেলেন অমিতাভ ঘোষ।

শুধু লেখক বা শিল্পীরাই নন, উৎসাহ জোগাতে নব্য উদ্ভাবক, শিক্ষকেরও এর মধ্যে স্থান দেওয়া হয়েছে।

প্রসঙ্গত অমিতাভ ঘোষ কলকাতায় জন্মগ্রহণ করলেও ভারতের নানা প্রান্তে এমনকী বাংলাদেশ ও শ্রীলঙ্কাতেও থেকেছেন। তিনি দিল্লিতে পড়াশোনার পাঠ চুকিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। তাঁর লেখা নানা বই দেশ-বিদেশের হাজারো পুরস্কার জিতেছে।

English summary
Rashtrapati bhavan to host Amitav Ghosh as writer in-residence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X