
কালো নয়, একেবারে দুধসাদা রঙের বিরল কাকের দেখা মিলল ওড়িশায়
আমাদের চারপাশে প্রচুর কাক উড়ে বেড়ায়। কিন্তু তাদের সকলের গায়ের রঙই কালো। কাক বলতেই আমাদের চোখের সামনে কালো রঙের পাখির ছবি ভেসে ওঠে। কিন্তু যদি বলি সাদা রঙের কাকও রয়েছে এই দুনিয়ায়, হয়ত অনেকেই তা বিশ্বাস নাও করতে পারেন। তবে এরকমই বিরল প্রজাতির সাদা রঙের কাক দেখা গেল ওড়িশার ঝাড়জুগাদা জেলায় সম্প্রতি।

রিপোর্টে জানা গিয়েছে, বিরল এই পাখিটিকে দেখা যায় এক বাড়ির গেটে বসে থাকতে। পরে বন দপ্তরের কর্মীরা এসে ওই কাকটিকে উদ্ধার করে।
সাধারণত কাকেদের গায়ের রঙ কালো দেখেই অভ্যস্ত আমরা। কিন্তু তাদের মধ্যে কোনও কোনও কাক সাদাও হয়। এই সাদা রঙের কাক অ্যালবিনো ক্রো নামে পরিচিত। সচারাচর এদের চোখে না পড়লেও, তবে তাদেরও অস্তিত্ব রয়েছে। এই কাকেদের ঠোঁট ও পা গোলাপি রঙের হয় ও চোখের রঙ লাল হয়। জেনটিক কারণ বা হরমোনের ঘাটতির জন্য সাদা পিগমেনটেশন দেখা যায় এই কাকেদের মধ্যে। আমেরিকার বহু জায়গায় এই অ্যালবিনো ক্রো দেখা যায়।
তবে সম্প্রতি কর্নাটক ও দিল্লিতে এই ধরনের কাক দেখতে পাওয়া গিয়েছে।
নাড়ির টান যায় না ভোলা, কমলা হ্যারিসের প্রথম নির্বাচনী ভাষণেই উঠে এল ভারত প্রসঙ্গ!
