বিরল ধুমকেতু NEOWISE আর কয়েকদিনের মধ্যেই ভারতের আকাশে! জানুন সময়, তারিখ
গ্রহণ পর্ব ভারত দেখেছে । গত এক মাসের মধ্যেই পর পর ৩ টি গ্রহণ একসঙ্গে ঘটে গিয়েছে। সূর্য ও চন্দ্রগ্রহণের এই চক্রবৎ ঘটনা রীতিমতে মহাজাগতিক জীবনে বড়সড় প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা দেখতে চলেছে দেশ।

আসছে ধুমকেতু
নিওওয়াইজ নামের এই ধুমকেতুর দর্শন অত্যন্ত বিরল ঘটনা হতে চলেছে বিশ্বে। সি বাই টুয়েন্টি টুয়েন্টি এফ থ্রি নামের এই ধুমকেতু ভারতের আকাশে দেখা যেতে চলেছে খুব শিগগির। সৌরজগতের আশপাশে ঘুরতে চলেছে এই ধুমকেতু ফলে বিরল দৃশ্য দেখার দিন আসন্ন।

ভারতে কবে দেখা যাবে?
জানা গিয়েছে ১৪ জুলাই থেকে রাতের আকাশে উজ্জ্বলভাবে দেখা যাবে এই ধুমকেতুর উপস্থিতি। উত্তরপশ্চিম আকাশে এই ধুমকেতু দেখা যাবে।

পৃথিবীর সবচেয়ে কাছে কবে আসবে ?
এই বিরল ধুমকেতু পৃথিবীর সবচেয়ে কাছে আসবে ২২ থেকে ২৩ জুলাই। সূর্যাস্তের পর ২০ মিনিট বাদেই এই ধুমকেতুকে দেখা যাবে বলে বিশেষজ্ঞদের দাবি। আগামী ২০ দিন আকাশে এই ধুমকেতু দেখা যাবে।

কীভাবে দেখা যাবে এই ধুমকেতু?
বলা হচ্ছে, খোলা চোখেই এই ধুকেতু দেখা যাবে। আর বহুক্ষণ ধরেই আকাশে এই ধুমকেতুর অবস্থান থাকবে। ফলে বিরল দৃশ্য সহজে মিস হবে না! ২২ জুলাই এই ধুমকেতুর সঙ্গে আমাদের পৃথিবীর দূরত্ব থাকবে ৬৪ মিলিয়ন মাইল।

রাজ্যে বিধানসভা ভোট স্থগিত হয়ে যাবে! দিনক্ষণ নিয়ে কী ভাবছে নির্বাচন কমিশন