For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে ধর্যণ হতেই পারে: মুলায়ম সিং যাদব

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে ধর্যণ হতেই পারে: মুলায়ম সিং যাদব
লখনউ, ১৯ জুলাই: লখনউর হাসপাতাল কর্মীর নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনার পর সরকারের তরফে সওয়াল শুরু করল সমাজবাদী পার্টি। শাসক দলের বক্তব্য অন্যান্য রাজ্যের থেকে অনেক ভাল পরিস্থিতি উত্তরপ্রদেশে।

এসপি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের কথায়, উত্তরপ্রদেশের গোটা জনসংখ্যার দিকে তাকিয়ে দেখ। এই রাজ্যে ২১ কোটি মানুষ বাস করে। যদি এরকম কোনও রাজ্য থাকে যেখানে ধর্ষণের ঘটনা কম হাররে তা হল উত্তরপ্রদেশ। এত বড় রাজ্যে এরকম কিছু ঘটনা তো ঘটতেই পারে।

দলের তরফে জানানো হয়েছে,এধরণের ঘটনা ঘটতেই পারে। আমরা তা অস্বীকার করি না। তবে মিডিয়াই এই ধরণের ঘটনাকে বাড়িয়ে চড়িয়ে দেখিয়ে উত্তরপ্রদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। ধর্ষণের খবর এত ফলাও করে মিডিয়ার দেখানো উচিত নয়। রাজ্য সরকার প্রত্যেকটি ঘটনায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

এদিকে ২৫ বছরের হাসপাতাল কর্মীর গণধর্ষণ ও মৃত্যু নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতক দলগুলি। বিএসপির তরফে বলা হচ্ছে, এটা উত্তরপ্রদেশ সরকারের ব্যার্থতা ঢাকা দেওয়ার জন্য বলা হচ্ছে। এই ঘটনার নৈতিক দায় স্বীকার করে অখিলেশ সরকারের উচিত পদত্যাগ করা।

২০১২ সালের দিল্লি গণধর্ষণকাণ্ডের ক্ষত তাজা রয়েছে মানুষের মনে। ধর্ষণ সংক্রান্ত আইনের পরিবর্তন হলেও সমাজ এখনও সেই একই জায়গায় পড়ে রয়েছে। তাই মনুষ্যত্ব জলাঞ্জলি দিয়ে এক মহিলার উপর নৃশংস অত্যাচার চালানোর পর খুন করে পালিয়ে যায় ধর্ষকরা। রাস্তায় মহিলাদের ইভটিজিংয়ের ঘটনা দেখেও পাস কাটিয়ে চলে যায় জনতা। আর তারপর নিজেদের দায়িত্ব এড়াতে ধর্যণের ঘটনা চাপা দিতে বিভিন্ন ধরণের সাফাই দেয় রাজনৈতিক দলগুলি।

রাজনৈতিক দলগুলির এই ধরণের পিঠ বাঁচানোর ব্যবহারের জেরেই কী ধর্ষণের ঘটনা বাড়ছে না? তাঁর জবাব কী রয়েছে নেতাদের কাছে?

English summary
Rapes can happen as UP is a big state, media shouldn't sensationalise: SP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X