For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌জয়সিংয়ের মতো মহিলাদের জন্যই ধর্ষণের ঘটনা বাড়ছে, প্রতিক্রিয়া নির্ভয়ার বাবার

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের কাছ থেকে কোনও পরামর্শ চান না নির্ভয়ার বাবা। শুক্রবার আইনজীবী টুইট করে নির্ভয়ার চার দোষীদের মৃত্যুদণ্ড থেেক রেহাই দিয়ে ক্ষমা করে দেওয়ার কথা জানান। সেই টুইটের পরই আইনজীবীকে ভৎর্সনার মুখে পড়তে হয় নির্ভয়ার মা আশাদেবীর। স্ত্রীকে সমর্থন করে আইনজীবীর সমালোচনা করেন নির্ভয়ার বাবা।

জয়সিংয়ের মতো মহিলাদের জন্যই ধর্ষণের ঘটনা বাড়ছে


আশাদেবী দাবি করেন যে ইন্দিরা জয়সিংয়ের মতো মানুষেরা ধর্ষকদের সমর্থন করে তাঁদের জীবিকা নির্বাহ করছেন। এই মন্তব্যকে সমর্থন করেন নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিং। তাঁরও দাবি, জয়সিংয়ের মতো লোকেদের জন্যই ধর্ষণ বাড়ছে দেশে এবং তিনি নিজে মহিলা হয়ে অন্য মহিলার যন্ত্রণা বুঝতে পারছেন না।

যদিও ইন্দিরা জয়সিং তাঁর টুইটে জানিয়েছেন যে তিনি সম্পূর্ণভাবে আশাদেবীর যন্ত্রণাকে অনুভব করতে পারছেন। তিনি জানিয়েছেন যে তিনি আশাদেবীর সঙ্গে রয়েছেন কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। জয়সিং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তুলনা করে জানান যে তিনিও তাঁর স্বামী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে ক্ষমা করে দিয়েছিলেন।

আইনজীবীর এই মন্তব্যে ক্ষুব্ধ বদ্রীনাথ সিং ও আশা দেবী উভয়ই তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন। আশাদেবী জানিয়েছেন যে তিনি অবাক কি করে ইন্দিরা জয়সিং এ ধরনের পরামর্শ দেওয়ার সাহস করছেন।

English summary
on Indira Jaising's tweet, Nirbhaya's father said, Rapes increasing because of women like her
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X