For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষক রাম রহিমকে 'পদ্ম' সম্মানের সুপারিশের সংখ্যা চমকে দেওয়ার মতো

সাম্প্রতিকতম তথ্যে জানা গিয়েছে, এই গুরুকে ২০১৭ সালে 'পদ্ম' সম্মান দেওয়ার জন্য় ৪০০০ টি সুপারিশ আসে।

  • |
Google Oneindia Bengali News

ধর্ষক ধর্মগুরু রাম রহিমের নানা কীর্তিকাণ্ড নিয়ে দেশবাসীর মধ্যে যত কৌতূহল বাড়ছে ততই উঠে আসছে এই গুরুকে কেন্দ্র করে নানা বিতর্কিত তথ্য। সাম্প্রতিকতম তথ্যে জানা গিয়েছে, এই গুরুকে ২০১৭ সালে 'পদ্ম' সম্মান দেওয়ার জন্য় ৪০০০ টি সুপারিশ আসে।

ধর্ষক রাম রহিমকে 'পদ্ম' সম্মান দেওয়ানোর জন্য আসে এই পরিমাণ সুপারিশ

রাম রহিমকে 'পদ্ম সম্মান ' দেওয়ার জন্য় দেশের ৫ জন বিশিষ্ট ধর্মগুরুও সুপারিশ করেছিলেন বলে খবর। এজন্য় কেন্দ্রের কাছে বহু চিঠি যায়। সূত্রের খবর, এই সুপারিশ কেন্দ্রের কাছে আসে, রাম রহিমের জেলে যাওয়ার আগে। উল্লেখ্য, ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে, গুরু রাম রহিমকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দশ দেয় সিবিআই-য়ের বিশেষ আদালত।

[বাংলা ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করার কথা ছিল বাবা রাম রহিমের]

উল্লেখযোগ্যভাবে দেখা গিয়েছে, ২০১৬ বা ২০১৫ সালের পদ্ম সম্মানের জন্য কোনও ভাবে রাম রহিমের নামের সুপারিশ আসেনি। কিন্তু ২০১৭- সালেই এই সুপারশি আসতে থাকে প্রচুর পরিমাণে। দেখা গিয়েছে রাম রহিমের পদ্ম সম্মানের সুপারিশ করে যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে বেশিরভাগই রাম রহিমের 'ডেরা' সদস্য। রাম রহিমের সুপারিশ করে যাঁদের চিঠি কেন্দ্রের কাছে পাঠানো হয় , তাঁরা চিঠিতে নিজেদের নামের পদবী লেখা ছিলনা বলে জানা গিয়েছে।

English summary
The government received more than 4,000 recommendations for a 2017 Padma award to Dera Sacha Sauda sect chief Gurmeet Ram Rahim Singh, five of them from the spiritual leader himself.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X