For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শপথ নিলেন দেশের ৪৬তম প্রধান বিচারপতি! জানুন রঞ্জন গগৈ সম্পর্কে

সুপ্রিম কোর্টের ৪৬তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন রঞ্জন গগৈ।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের ৪৬তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন রঞ্জন গগৈ। ৬৩ বছর বয়সী বিচারপতি গগৈ-কে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিচারপতি দীপক মিশ্রর স্থলাভিষিক্ত হলেন বিচারপতি গগৈ। রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানে বিচারপতি গগৈ শপথ নেন। ১৩ মাস প্রধান বিচারপতি হিসাবে গগৈ দায়িত্ব সামলাবেন। ২০১৯ সালের ১৭ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা।

উত্তর-পূর্ব থেকে প্রথম

উত্তর-পূর্ব থেকে প্রথম

৬৩ বছর বয়সী গগৈ মুখ্য বিচারপতি হওয়ায় এই প্রথম উত্তর-পূর্ব ভারত থেকে কেউ এই প্রথম বিচারব্যবস্থার সর্বোচ্চ মসনদে বসলেন।

অসমে জন্ম

অসমে জন্ম

১৯৫৪ সালের ১৮ নভেম্বর জন্ম হয় রঞ্জন গগৈ-এর। তিনি কেশব চন্দ্র গগৈ এর পুত্র। যিনি ১৯৮২ সালে অসমের মুখ্যমন্ত্রী ছিলেন।

গুয়াহাটিতে কাজ শুরু

গুয়াহাটিতে কাজ শুরু

১৯৭৮ সালে বার কাউন্সিলে যোগ দেন গগৈ। গুয়াহাটি হাইকোর্টেই মূলত তিনি ওকালতি করতেন। ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে যোগ দেন তিনি। ২০১০ সালের ৯ সেপ্টেম্বর পঞ্জাব ও হরিয়ানা আদালতে বদলি হন তিনি।

পঞ্জাবে বদলি

২০১১ সালের ১২ ফেব্রুয়ারি পঞ্জাব ও হরিয়ানা আদালতের মুখ্য বিচারপতি পদে শপথ নেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি হন গগৈ।

সুপ্রিম কোর্টের বিচারপতি

গত জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের চার বিচারপতি তৎকালীন মুখ্য বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তার মধ্যে বিচারপতি গগৈ-ও ছিলেন। তবে শেষ অবধি বিদায়ের আগে বিচারপতি মিশ্র প্রধান বিচারপতি পদে বিচারপতি গগৈ-কে বেছে নাম সুপারিশ করে যান।

English summary
Ranjan Gogoi sworn in as the 46th Chief Justice of India, Know in detail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X