For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশু অধিকার কর্মীর অভিযোগ! জম্মু ও কাশ্মীর পরিদর্শনে যেতে চান প্রধান বিচারপতি

জম্মু ও কাশ্মীর যেতে চান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শিশু অধিকার সংক্রান্ত একটি মামলার শুনানির সময় তিনি বলেন, যদি প্রয়োজন পড়ে তিনি জম্মু ও কাশ্মীরের হাইকোর্টপর্যবেক্ষণ করতে চান।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর যেতে চান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শিশু অধিকার সংক্রান্ত একটি মামলার শুনানির সময় তিনি বলেন, যদি প্রয়োজন পড়ে তিনি জম্মু ও কাশ্মীরের হাইকোর্ট পর্যবেক্ষণ করতে চান। প্রসঙ্গত এক শিশু অধিকার কর্মী অভিযোগ করেছেন, নিরাপত্তার কড়াকড়ির কারণে সেখানকার হাইকোর্টের নাগাল পাওয়া মুশকিল। ৫ অগাস্ট সেখানে ৩৭০ ধারা রদের
পর থেকেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

শিশু অধিকার কর্মীর অভিযোগ! জম্মু ও কাশ্মীর পরিদর্শনে যেতে চান প্রধান বিচারপতি

জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে শিশু অধিকার কর্মী এণাক্ষী গাঙ্গুলির এক আবেদনের শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। ছয় থেকে ১৮ বছর বয়সীদের জন্য আবেদন করা হয়েছিল। হাইকোর্টের অধীনে যদি কাজ করতে চান, তাহলে সেখানে যেতে পারেন, বলা হয়েছিল ওই শিশু অধিকারকর্মীকে। এদিন তাঁর আইনজীবী হুজেফি আহমেদি বলেন, হাইকোর্টে যাওয়া খুবই কঠিন ব্যাপার।

এরপরই উত্তর দেন প্রধান বিচারপতি গগৈ। তিনি প্রশ্ন করেন, জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাওয়া কেন কষ্টকর। সবাই কী পথে আসছে। জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশে প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি।

[ জাতীয় স্বার্থ মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনতে হবে! কেন্দ্রকে বার্তা শীর্ষ আদালতের][ জাতীয় স্বার্থ মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনতে হবে! কেন্দ্রকে বার্তা শীর্ষ আদালতের]

সুপ্রিম কোর্টের তরফ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কেননা আবেদনকারী অভিযোগ করেছেন হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাচ্ছে না।

প্রধান বিচারপতি গগৈ জানিয়েছেন, রিপোর্ট পাওয়ার পর তিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্ট পরিদর্শনের যাবেন।

 <strong>[ রাজীব কুমারের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই ! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার]</strong> [ রাজীব কুমারের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই ! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার]

English summary
Chief Justice of India Ranjan Gogoi today said he would visit Jammu and Kashmir, if needed, to check on allegations by a child rights activist that it was difficult accessing the High Court there.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X