For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশকে ধর্মান্তরিত করার ষড়যন্ত্র, আইএমএর সভাপতির ওপর অভিযোগ আনলেন আচার্য বালকৃষ্ণ

দেশকে ধর্মান্তরিত করার ষড়যন্ত্র, আইএমএর সভাপতির ওপর অভিযোগ আনলেন আচার্য বালকৃষ্ণ

Google Oneindia Bengali News

যোগগুরু রামদেবের অ্যালোপ্যাথি বোকা বিজ্ঞান ও কোভিড ভ্যাকসিনের উভয় ডোজ নেওয়ার পর মৃত ১০ হাজার চিকিৎসক এই মন্তব্য নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণ ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে ময়দানে অবতীর্ণ হলেন। তিনি একটি টুইটের মাধ্যমে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার ষড়যন্ত্রের সঙ্গে পুরো বিষয়টিকে যোগ করে হুলস্থুল ফেলে দিয়েছেন।

রামদেবকে নিশানা করা হয়েছে

রামদেবকে নিশানা করা হয়েছে

বালকৃষ্ণ তাঁর টুইটে বলেছেন, '‌গোটা দেশকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্বিত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে যোগা ও আয়ুর্বেদকে বদনাম করে যোগাগুরু রামদেবকে টার্গেট করা হচ্ছে। দেশবাসী গভীর ঘুম থেকে জেগে উঠুন নয়ত আসন্ন প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না'‌। বালকৃষ্ণের একগুচ্ছ টুইটে তিনি আইএমএর সভাপতি ডাঃ জনরোজ জয়ালালকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বালকৃষ্ণের দাবি তিনি মানুষকে খ্রিষ্ট ধর্মে ধর্মান্বিত করার কাজে যুক্ত রয়েছেন। তাঁর এই দাবির স্বপক্ষে তিনি কিছু খবরের ক্লিপিং শেয়ার করেছেন।

চিকিৎসকদের প্রতিক্রিয়া

চিকিৎসকদের প্রতিক্রিয়া

বালকৃষ্ণের এই টুইটে চিকিৎসকরা তীব্র প্রতিক্রিয়া করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন যে এটি একেবারেই গ্রহণযোগ্য নয় এবং জীবন-রক্ষাকারী ওষুধের প্রবাহ সম্পর্কে অনিয়ন্ত্রিত, অসমর্থিত মন্তব্যের দায় নেওয়ার পরিবর্তে, রামদেব এবং তার সহযোগীরা একটি তীব্র প্রচার শুরু করেছেন।

আইএমএর নিন্দা বালকৃষ্ণকে

আইএমএর নিন্দা বালকৃষ্ণকে

আইএমএর কেন্দ্রীয় কার্যবাহী কমিটির সদস্য ডাঃ ডিডি চৌধুরি এ প্রসঙ্গে বলেন, '‌এটা খুবই দুর্ভাগ্যজনক যে এত অনুসরণকারী রয়েছে যার সোশ্যাল মিডিয়ায় তিনি এরকম মন্তব্য করছেন। এই সময় কখনই এ ধরনের বিভ্রান্তি এবং মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা উচিত নয়। মানুষ বিভ্রান্ত ও ভুক্তভোগী হচ্ছে।' এই টুইটের পর নেটিজেনরা বিভক্ত হয়ে কেউ কেউ রামদেব ও বালকৃষ্ণকে সমর্থন করেন আবার কেউ কেউ তাঁদের বিরুদ্ধেও কথা বলেন।

মানহানি মামলা

মানহানি মামলা


ইতিমধ্যেই রামদেবের অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে মন্তব্যের পর উত্তরাখণ্ডের আইএমএ যোগ গুরু রামদেবের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছে। নোটিশ ইতিমধ্যেই রামদেবের কাছে পৌঁছে গিয়েছে এবং তাঁর থেকে সন্তোষজনক উত্তর না পেলে রামদেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। যদিও রবিবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনের কড়া ডোজের পর রামদেব তাঁর বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে নেন। ‌

English summary
IMA defames Ramdev and his yoga and Ayurveda, complains Acharya Balakrishna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X