For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাস্থ্যমন্ত্রীর কড়া চিঠি পাওয়ার পর অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার রামদেবের

স্বাস্থ্যমন্ত্রীর কড়া চিঠি পাওয়ার পর অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার রামদেবের

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনের কড়া ডোজ পাওয়ার পর অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে নিলেন যোগগুরু রামদেব। রবিবার হর্ষ বর্ধন জানিয়েছেন যে যোগগুরু রামদেব অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে তাঁর বিবৃতি প্রত্যাহার করেছেন এবং এ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তার অবসান করে তিনি পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রীর কড়া চিঠি পাওয়ার পর অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার রামদেবের

হর্ষ বর্ধন রবিবার হিন্দিতে টুইট করে বলেন, '‌অ্যালোপ্যাথি ওষুধের বিরুদ্ধে যোগগুরু রামদেব যে মন্তব্য করেছিলেন তিনি তা প্রত্যাহার করেছেন এবং বিতর্কিত ইসুর অবসান করেছেন যা প্রশংসনীয় এবং তাঁর পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন। আমাদের বিশ্বকে দেখাতে হবে কীভাবে ভারতবাসী কোভিড–১৯–এর সামনে মোকাবিলা করছেন। অবশ্যই আমাদের জয় নিশ্চিত।’‌

প্রসঙ্গত, রামদেব তাঁর মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন যখন হর্ষ বর্ধন যোগগুরুকে কড়া ভাষায় চিঠি লেখেন এবং তাঁর মন্তব্যকে '‌আপত্তিজনক’‌ বলে অ্যাখা দেন। তিনি জানান, অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের মন্তব্য 'অত্যন্ত দুর্ভাগ্যজনক’। অ্যালোপ্যাথি ওষুধ কোটি-কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। তিনি এও বলেন, 'করোনা ভাইরাস যোদ্ধাদের অসম্মান হয়েছে এই মন্তব্যে এবং দেশের ভাবাবেগে আঘাত লেগেছে। অ্যালোপ্যাথি নিয়ে আপনার মন্তব্য আমাদের স্বাস্থ্যকর্মীদের মনোবল ভেঙে দিতে পারে এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াইকে দুর্বল করে দিতে পারে।’

রামদেব এর উত্তরে মন্ত্রীকে লেখা চিঠিতে বলেন, '‌আমরা আধুনিক মেডিক্যাল বিজ্ঞান ও অ্যালোপ্যাথির বিরুদ্ধে নয়। আমরা বিশ্বাস করি যে অ্যালোপ্যাথি সার্জারি এবং জীবন রক্ষার পদ্ধতিতে প্রচুর অগ্রগতি দেখিয়েছে এবং মানবতার সেবা করেছে। আমার বক্তব্যটি হোয়াটসঅ্যাপ মেসেজের অংশ হিসাবে উদ্ধৃত করা হয়েছে যা আমি স্বেচ্ছাসেবীদের একটি সভার সময় পড়ছিলাম। যদি কারোর ভাবাবেগে আঘাত দিয়ে থাকি তবে আমি ক্ষমাপ্রার্থী।’

ফের এক ধাক্কায় বাড়ল দেশে দৈনিক মৃত্যু, করোনার দৈনিক সংক্রমণে আশাজনক পতনফের এক ধাক্কায় বাড়ল দেশে দৈনিক মৃত্যু, করোনার দৈনিক সংক্রমণে আশাজনক পতন

প্রসঙ্গত, যোগগুরু রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি ‌অ্যালোপ্যাথিকে বোকা বোকা বিজ্ঞান বলার পাশাপাশি রেমডেসিভির, ফ্যাবি ফ্লু-সহ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমোদিত বিভিন্ন ওষুধ করোনা ভাইরাসের চিকিৎসা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন। এরপরই আইএমএর পক্ষ থেকে রামদেবকে আইনি নোটিশ পাঠানো হয় এবং চিকিৎসক মহলের তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে এ বিষয়ে কড়া পদক্ষেপ করতে বলা হয়। এতকিছুর পরই টনক নড়ে রামদেবের।

English summary
ramdev withdrawing allopathy remark shows his maturity health minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X