For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দরজায়-দরজায় ঘুরে মানুষকে 'হিমালয়' চেনাবেন রামদেব

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রামদেব
নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর: 'বাচ্চা' রাহুল গান্ধীকে বিঁধে 'হিমালয়' নরেন্দ্র মোদীর সপক্ষে প্রচারে নামছেন বাবা রামদেব। মানুষের দরজায় দরজায় গিয়ে তিনি বোঝাবেন নরেন্দ্র মোদীকে ভোট দিলে দেশের কতটা উপকার হবে।

যোগগুরু রামদেব এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "দুর্নীতি সব দলেই আছে। কিন্তু, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়কের মতো রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত নন। কংগ্রেসের সঙ্গে বিজেপি-র প্রধান পার্থক্য হল, কংগ্রেসের শীর্ষ নেতারা দুর্নীতিবাজ। আমার মতে, নরেন্দ্র মোদী হলেন হিমালয়। তাঁর সামনে রাহুল গান্ধী একদম বাচ্চা। রাহুল হিরো থেকে জিরো হয়ে গিয়েছেন। গত দশ বছর ধরে উনি কিছু করতে পারেননি, এখন কী আর করবেন!" তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে দেশের ভালো হবে। লোকসভা নির্বাচনের আগে তিনি মানুষের দরজায় গিয়ে নরেন্দ্র মোদীর সপক্ষে প্রচার চালাবেন।

অরবিন্দ কেজরিওয়ালকেও একহাত নিয়েছেন রামদেব। তাঁর অভিযোগ, কংগ্রেসের বিরুদ্ধে লড়ে এখন তাদের সঙ্গে হাত মিলিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এটা কেমন আদর্শবাদের পরিচয়? ভারতের রাজনীতিতে আমআদমি পার্টি কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করলেও বড় ধরনের ধাক্কা দিতে পারবে না বলেও তাঁর মত।

English summary
Ramdev to organize door-to-door campaign for Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X