'মোদী দিবস' কবে পালিত হবে! তারিখ জানিয়ে নয়া দাবি রামদেবের
সপ্তদশ লোকসভা নির্বাচনে এদেশ দেখেছে মোদী-সুনামির নামে এক বিপুল জনতার সমর্থন। ঐতিহাসিক এক জনমত নিয়ে ফের একবার দিল্লির তখতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। আর এবার এই মোদী-জোয়ার নিয়ে মুখ খুলে ফের একবার শিরোনামে বাবা রামদেব।

কয়েকদিন আগেই তিনি পরিবারের তৃতীয় সন্তানের ভোটাধিকার খর্ব করা নিয়ে বক্তব্য রেখেছিলেন। এবার 'মোদী দিবস' কবে পালিত হবে, তা নিয়ে বক্তব্য রাখলেন। রামদেবের দাবি, যেহেতু ২৩ মে গোটা দেশের বিপুল জনসমর্থন নিয়ে মোদী তখতে ফিরেছিলেন, সেহেতু সেই দিনটিকেই 'মোদী দিবস' হিসাবে পালন করা হোক। রামদেবের দাবি ২৩ মে হয় 'মোদী দিবস' নয় সেই দিনটিকে ' লোক কল্যাণ দিবস ' বলে উদযাপন করা হোক।
প্রসঙ্গত, এর আগে রামদেব দাবি করেন, পরিবারে যাঁরা তৃতীয় সন্তান তাঁদের ভোটাধিকার তথা সমস্ত সরকারী সাহায্য কেড়ে নেওয়া উচিত। আর এভাবেই দেশের জনবিস্ফোরণ কমানো যাবে বলে দাবি করেন রামদেব।