For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর লোকসভা নির্বাচন শত্রু বনাম অভিভাবক, মোদীর হয়ে সওয়াল রামদেবের

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে সওয়াল করলেন যোগাগুরু রামদেব। তিনি মোদীকে দেশের অভিভাবক হিসেবে তুলে ধরলেন।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে সওয়াল করলেন যোগাগুরু রামদেব। তিনি মোদীকে দেশের অভিভাবক হিসেবে তুলে ধরলেন। আর বিরোধীদের ভারতের শত্রু তকমা দিলেন। তাঁর ব্যাখ্যায়, এবারের লোকসভা নির্বাচন ভারতের শত্রু ও দেশের অভিভাবকের মধ্যে লড়াই। দেশের মানুষকে ঠিক করতে হবে, তাঁরা কার পক্ষে।

২০১৯-এ লড়াই শত্রু বনাম অভিভাবকের, সওয়াল রামদেবের

যোগাগুরু রামদেব এদিন আবারও নরেন্দ্র মোদির প্রতি তাঁর পূর্ণ সমর্থন ও আস্থার কথা জানান। তিনি বলেন, ভারত কেবলমাত্র বিজেপির নেতার হাতেই নিরাপদ, অন্য কারও হাতে নয়। এই নির্বাচনে সঠিক ও ভুলের মধ্য থেকে ভোটারদের বেছে নিতে হবে ঠিকটাকেই।

রামদেব বলেন, যেখানে গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক সাফল্য পেয়েছেন, বিরোধী দল শুধু কুৎসা করে চলেছেন। দেশ তথা জনগণকে উন্নয়নে এগিয়ে দিতে পারে এমন কোনও কাজ করতে পারেনি বিরোধীরা। তিনি বলেন, দেশের জনগণকে এমন একজনকে সংসদে পাঠাতে হবে, যাঁরা শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারে।

তিন বলেন, প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তার বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অথচ তা নিয়ে সমালোচনা করতেই ব্যস্ত বিরোধীরা। আমি নরেন্দ্র মোদি ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছি না, যিনি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

নরেন্দ্র মোদির প্রশংসায় রামদেব বলেন, গত পাঁচ বছর দারুন কাজ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কোনও পরিবার নেই, নিজের ঘর নেই। দেশকেই পরিবার ভেবে তিনি কাজ করে চলেছেন। রামদেব বলেন, কিছু লোক হিন্দুত্বকে অপব্যবহার করে। মানুষ বুঝেছে, যাঁরা হিন্দুত্বের কথা বলে তাঁরা ইতিবাচকভাবে শাসন করবে দেশকে।

রামদেব বিজেপির দিকে সমর্থনের হাত বাড়িয়েছেন, মোদীর হয়ে সোচ্চার হয়েছেন ঠিকই, তবে তিনি লোকসভা নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে চান না। দেশের ভিতরে রাজনৈতিক লড়াই চলছে নির্বাচনকে কেন্দ্র করে। রাজনৈতিক ক্ষেত্রে কে জিতবে, তা নিয়ে কিছুই বলতে পারব না, বলতে চাইও না। তবে এই যুদ্ধ খুব কঠিন।

English summary
Ramdev pleas for Narendra Modi in Lok Sabha Election 2019. He says this vote war is enemies versus guardians now.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X