For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ দিনে করোনা আক্রান্তকে সুস্থ করে তুলেছেন, দাবি রামদেবের!

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণের জেরে দেশে আক্রান্ত ১৩০০-র বেশি লোক। মৃত্যুর হার ক্রমেই বেড়ে চলেছে। এদিকে এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে স্টেজ ৩-তে হয়ত ঢুকে পড়েছে ভারত। এমন অবস্থায় করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে তুলতে পারেন বলে দাবি জানালেন বাবা রামদেব।

রামদেবের যোগশালাতে বহু করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তি

রামদেবের যোগশালাতে বহু করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তি

এদিন এক সাক্ষাৎকারে বাবা রামদেব বলেন, "দেশজুড়ে আমার যোগশালাতে বহু করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তি রয়েছেন। তাদেরকে যওগ ও আয়ুর্বেদের মাধ্যমে সারিয়ে তোলা হচ্ছএ। এই কাজ করতে এক সপ্তাহ সময় লাগে। গোয়ালিয়রে অভিষেক নামক এক ব্যক্তিকে আমি ইতিমধ্যেই সারিয়ে তুলেছি।"

২৫ কোটি টাকা অনুদান রামদেবের

২৫ কোটি টাকা অনুদান রামদেবের

এদিকে সেমবারই প্রধানমন্ত্রীর কেয়ারস ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দেওযার কথা ঘোষণা করে বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি। এর আগে করোনার বিরুদ্ধে লড়াইতে পতঞ্জলি রিসার্চ সেন্টারের দুর্লভ মেশিন দান করেছিলেন বাবা রামদেব। আজ এক সাংবাদিক বৈঠক ডেকে অর্থদানের কথা জানান বাবা রামদেব।

করোনা রোধে এগিয়ে এসেছেন অনেকে

করোনা রোধে এগিয়ে এসেছেন অনেকে

করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য সরকারকে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্নভাবে সাহায্য করেছে। কেউ অর্থ সাহায্য করে, আবার কেউ বা প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দান করে। বিভিন্ন ক্রীড়াবিদ ছাড়াও করোনা মোকাবিলায় সাহায্য করতে এগিয়ে এসেছেন ব্ণিক মহলের লোকেরা, অভিনেতারা।

করোনা গবেষণায় মশিন দান রামদেবের

করোনা গবেষণায় মশিন দান রামদেবের

এর আগে মেশিন দানের বিষয়ে বাবা রামদেব বলেছিলেন, 'উত্তরাখণ্ডের করোনা টেস্টের জন্য যে ল্যাব প্রস্তুত করা হয়েছে, সেখানে চিকিতসার জন্য আরটি-পিসিআর মেশিনের প্রয়োজন ছিল। তো আমি ভাবলাম আমরা আমাদের জিনিসের উৎপাদন পরেও করতে পারব। কিন্তু দেশের এই পরিস্থিতিতে এই মেশিনটি এখন দেশের জন্য প্রয়োজনীয়। তাই পতঞ্জলি রিসার্চ সেন্টারের তরফ থেকে পুরোপুরি এই মেশিনটি আমি তাঁদের হাতে তুলে দিচ্ছি।'

English summary
ramdev claims to cure coronavirus paitient within 7 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X