For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মহারাষ্ট্রে লাগু হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য ঘিরে জোর জল্পনা

Google Oneindia Bengali News

ফের মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে বলে জল্পনা উস্কে দিলেন রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আথওয়ালে এদিন দাবি করেন, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এদিকে রামদাসের এই দাবির পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এদিন তিনি বলেন, 'কেউ যদি কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়, তার ফল ভাল হবে না। সে নিজেই এই আগুনে পুড়ে মরবে।'

ফের মহারাষ্ট্রে লাগু হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য ঘিরে জোর জল্পনা

এর আগে বিস্ফোরক অভিযোগ করেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং৷ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলা তুলতেন বলে তাঁর অভিযোগ৷ কয়েকদিন আগে মুকেশ আম্বানির বাড়ির কাছ থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের ঘটনায় তদন্তে ত্রুটির অভিযোগ তুলে তাঁকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ গতকাল উদ্ভব ঠাকরেকে লেখা এক চিঠিতে তোলাবাজির অভিযোগ আনেন তিনি৷

যদিও এই অভিযোগের পালটা জবাব দিয়েছেন অনিল দেশমুখ৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷ তাঁর স্পষ্ট জবাব, পুরো অভিযোগ ভিত্তিহীন৷ পাল্টা অভিযোগ করে তিনি বলেছেন, ওয়াজের সঙ্গে পরমবীরও আম্বানিকাণ্ডে যুক্ত থাকতে পারেন৷

মুখ্য়মন্ত্রীকে লেখা ওই চিঠিতে পরমবীর জানিয়েছেন, প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলা তুলতে চেয়েছিলেন৷ গত কয়েকমাসে ওয়াজেকে ডেকে পুরো বিষয়টি বলেন এবং সাহায্য় চান৷ ১০০ কোটি তোলা তোলার জন্য় মুম্বইয়ের এক হাজার ৭৫০টি পানশালা, রেস্তরাঁ, অন্য় ব্য়বসায়িক প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছিল৷ কিন্তু অত বেশি পরিমাণ টাকা সেখান থেকে তোলা সম্ভব নয় বলেও জানতেন তিনি৷ তাই ওয়াজেকে দায়িত্ব দিয়েছিলেন অন্য় জায়গা থেকে বাকি টাকা তোলার৷

English summary
Ramdas Athwale demanded President's rule in Maharashtra amid Anil Deshmukh controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X