For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে শিবসেনাকে নিয়েই সরকার গড়বে বিজেপি! রামদাস আটওয়ালের মুখে অমিত শাহের কথায় জল্পনা

মহারাষ্ট্র নিয়ে শিবসেনা দাবি করছে পরবর্তী মুখ্যমন্ত্রী তাদেরই। অন্যদিকে এদিন মহারাষ্ট্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের কথায় জল্পনা তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র নিয়ে শিবসেনা দাবি করছে পরবর্তী মুখ্যমন্ত্রী তাদেরই হবে। অন্যদিকে এদিন মহারাষ্ট্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের কথায় জল্পনা তৈরি হয়েছে। এদিন তিনি বলেছেন, বিজেপি সভাপতি অমিত শাহ তাঁকে বলেছেন, ভয় পাওয়ার কিছু নেই। মহারাষ্ট্রে শিবসেনাকে নিয়ে তারাই সরকার গঠন করবেন। এনডিএ-র বৈঠক থেকে বেরিয়ে আটওয়ালে এই মন্তব্য করেন।

 অমিত শাহকে মধ্যস্থতার আর্জি

অমিত শাহকে মধ্যস্থতার আর্জি

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে জানিয়েছেন, তিনি অমিত শাহকে বলেন, যদি তিনি(অমিত শাহ) মধ্যস্থতা করেন, তাহলে একটা রাস্তা বেরোতে পারে।

অমিত শাহের উত্তর

অমিত শাহের উত্তর

রামদাস আটওয়ালের দাবি, অমিত শাহ তখন তাঁকে বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। সব কিছু ভালই চলছে। বিজেপি এবং শিবসেনা একসঙ্গে হয়েই সরকার গঠন করবে।

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীত্বের দাবিতে বিচ্ছেদ

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীত্বের দাবিতে বিচ্ছেদ

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদের ভাগাভাগি দাবিতে বিজেপির সঙ্গে ৩০ বচরের সম্পর্ক ভেঙে গিয়েছে শিবসেনার। শিবসেনার তরফে আড়াই বছর করে মুখ্যমন্ত্রীত্বের দাবি করা হয়েছিল। বিজেপির তরফে সেই দাবি খারিজ করে দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শিবসেনার মন্ত্রী অবরিন্দ সওয়ান্ত।

মহারাষ্ট্রে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি

মহারাষ্ট্রে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি

এদিন শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের সপ্তম মৃত্যু বার্ষিকীর দিনেও শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, মহারাষ্ট্রে শিবসেনার মুখ্যমন্ত্রী হবে। বালাসাহেবকে দেওয়া তাদের প্রতিশ্রুতি র৭া করবেন। অন্যদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপি নেতা শারদ পাওয়ারের সঙ্গে সনিয়া গান্ধীর বৈঠক হবে মঙ্গলবার।

English summary
Ramdas Athwale claims Amit Shah told him they will form govt in Maharashtra with Shiv Sena
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X