For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথাওয়ালেকে চড়-থাপ্পড়! গ্রেফতার ১, ভিডিও ঘিরে চাঞ্চল্য

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে বহুবার বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে এসেছেন। এবার বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রীকে মারধরের অভিযুক্ত জনৈক প্রবীণ গোসাবি।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথাওয়ালে বহুবার বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে এসেছেন। এবার বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রীকে মারধরের অভিযুক্ত জনৈক প্রবীণ গোসাবি। শনিবার মহারাষ্ট্রের অম্বরনাথ শহরে এক অনুষ্ঠানের মধ্যে মন্ত্রীকে দেখেই তেড়ে যায় প্রবীণ।

বিজেপি-এর কেন্দ্রীয় মন্ত্রীকে চড়-থাপ্পড়! গ্রেফতার ১, ভিডিও ঘিরে চাঞ্চল্য

আচমকা মন্ত্রীকে দেখেই মারধর শুরু করে প্রবীণ। চলে চ়ড়-থাপ্পড় । এমনকি মন্ত্রীকে ধাক্কাও দিতে থাকে সে। এরপরই মন্ত্রীর সমর্থকরা এগিয়ে এসে প্রবীণকে পাল্টা মারধর করতে থাকে। মন্ত্রীর থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে,'রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া' -র সদস্য প্রবীণ। পার্টির যুবনেতা হিসাবে প্রবীণের নাম পরিচিত। এদিকে, গোটা ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে। শুরু হয় পুলিশি তদন্ত।

[আরও পড়ুন: এলাহাবাদ বিশ্ববিদ্যালয়েরও এবার নাম বদল! যোগী সরকারের কাছে নয়া প্রস্তাব][আরও পড়ুন: এলাহাবাদ বিশ্ববিদ্যালয়েরও এবার নাম বদল! যোগী সরকারের কাছে নয়া প্রস্তাব]

পুলিশ তদন্তে নেমে প্রবীণ গোসাভিকে গ্রেফতার করেছে। প্রবীণের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। প্রবীণকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে চলেছে মহারাষ্ট্র পুলিশ।

[আরও পড়ুন: ঠাণ্ডা কি আর পড়বে! তাপমাত্রার পারদ কোনদিকে এগোচ্ছে, জানাচ্ছে আবহাওয়া দফতর][আরও পড়ুন: ঠাণ্ডা কি আর পড়বে! তাপমাত্রার পারদ কোনদিকে এগোচ্ছে, জানাচ্ছে আবহাওয়া দফতর]

[আরও পড়ুন: সুব্রহ্মমণ্যম পদবী নিয়েও বাংলায় সাবলীল! মুখ্য আর্থিক উপদেষ্টার 'বং কানেকশন' নিয়ে গর্বিত শহর][আরও পড়ুন: সুব্রহ্মমণ্যম পদবী নিয়েও বাংলায় সাবলীল! মুখ্য আর্থিক উপদেষ্টার 'বং কানেকশন' নিয়ে গর্বিত শহর]

English summary
Union Minister of State Ramdas Athawale was allegedly pushed and assaulted by a man after a function in Ambernath town, late on Saturday night.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X